Arijit

প্রি-কোয়ার্টার থেকে বিদায় নিয়েও গোল্ডেন বুট ছিনিয়ে নিলেন রোনাল্ডো, জানুন গোল্ডেন বল কে পেল

গভীর রাতে ইউরো ফাইনালে মুখোমুখি হয়েছিল ইতালি এবং ইংল্যান্ড। ইংল্যান্ডকে হারিয়ে 53 বছর পর ইউরো ঘরে তুললো ইতালি। ইংল্যান্ড হারলেও ইউরোয় গোল্ডেন বুট জেতার সুবর্ণ সুযোগ ছিল হ্যারি কেনের সামনে তবে এই ম্যাচে কার্যত খুঁজেই পাওয়া গেল না ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে।

   

গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে যখন হ্যারি কেনের পায়ে স্বপ্ন দেখছিল ইংল্যান্ড সেই ম্যাচে হতাশ করলেন তিনি। গোল করা দূরের কথা ইতালির গোলে একটা শটও নিতে পারেন নি হ্যারি কেন। যার ফলে এবারের ইউরো কাপে গোল্ডেন বুট জিতলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

এবারের ইউরো কাপে 4 ম্যাচে 5 টি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন রোনাল্ডো। সমসংখ্যক গোল করেছেন চেক প্রজাতন্ত্রের প্যাট্রিকও। কিন্তু প্যাট্রিক কোন অ্যাসিস্ট করেন নি। সেই কারণে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোই সেরা গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পেয়েছেন। পুরো টুর্নামেন্ট না খেলেই এই নজির গড়লেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এবারের ইউরোর প্রি-কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের হারে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। এছাড়াও টুর্নামেন্টের সেরা হিসেবে গোল্ডেন বল পেয়েছেন দোনারুমা।