RRC CR Apprentice Recruitment Notification 2024 See how to apply

চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর, ২৪২৪ Apprentice নেবে রেল, এখুনি করুন

নিউজশর্ট ডেস্কঃ একটা ভালো চাকরির আশা সকলেই করে, বিশেষ করে সরকারি বা রেলের চাকরি (Railways Job)। ভারতীয় রেলের চাকরি একদিকে যেমন সরকারি, তেমনি এর সাথে একাধিক সুযোগ সুবিধাও মেলে। তাই যুবক যুবতীদের অনেকেরই প্রথম পছন্দ রেলের চাকরি। এবার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল ভারতীয় রেল। বিপুল সংখ্যক শিক্ষানবিশ বা Apprentice নিয়োগ করবে মধ্য রেল।

আবেদন করলে একদিকে যেমন কাজ শেখা যাবে তেমনি স্টাইপেন্ড ও মিলবে। তাছাড়া ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে এই অ্যাপ্রেন্টিস ট্রেনিং অনেকটাই সাহায্য করে। কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে ও কবে লাস্ট ডেট? এই সমস্ত তথ্য জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগের শূন্যপদ

ITI Apprentice নিয়োগ করবে মধ্য রেল। যেমনটা জানা হচ্ছে মোট ২৪২৪ টি শূন্যপদ রয়েছে। মূলত ট্রেনি অ্যাপ্রেন্টিস হিসাবেই নিয়োগ করা হবে।

Central Railway Apprentice Recruitment 2024

আবেদনের জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতা 

  • আপনি যদি এই কাজের জন্য আবেদন করতে চান তাহলে অন্তত ৫০% নাম্বার সহ মাধ্যমিক পাশ করতে হবে আবেদনকারীকে।
  • একইসাথে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। SCVT এর জারি করা জাতীয় ট্রেড সার্টিফিকেটের অস্থায়ী শংসাপত্র থাকতে হবে।
  • আবেদনকারীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যেই হতে হবে।

আরও পড়ুনঃ যুবক-যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ, এই ৫ ব্যবসা করার জন্য টাকা দিচ্ছে খোদ রাজ্য সরকার

বেতন : 

যারা এই পদের জন্য আবেদন করবে তাদের আগেই জানিয়ে রাখি এটা একটি অ্যাপ্রেন্টিস ট্রেনিং। তবে ক্ষেত্রে স্ট্যাপেন্ড হিসাবে ৭০০০ টাকা পাওয়া যাবে প্রতিমাসে।

কিভাবে আবেদন করবেন? 

  • ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে চাইলে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট “rrccr.com” এ চলে যেতে হবে।
  • এরপর সেখানে রেজিস্ট্রেশন করতে হবে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে। তারপর লগ ইন করে নিতে হবে ,
  • লগইন করার পর বায়োডাটা সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিন। এই সময় আঁধার কার্ড নাম্বার, ইমেল আইডি, মোবাইল নাম্বার প্রয়োজন হতে পারে।
  • শেষে ফর্ম ফিলাপ হয়ে গেলে অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট রেখে নিন।

মধ্য রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগের পদ্ধতিঃ 

রেলের অ্যাপ্রেন্টিস নিয়োগের পদ্ধতি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। তবে প্রথমেই মাধ্যমিকের নাম্বার ও নির্দিষ্টি ট্রেড আইটিআই এর নাম্বারের উপর ভিত্তি করে একটি তালিকা প্রস্তুত করা হবে। যারা সিলেক্টেড হবে তাদের সাবমিট করা নথি যাচাই করতে হবে। সেটা হয়ে গেলেই নিয়োগ করে হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X