Koushik Dutta

করোনা প্রতিষেধকে ‘রুশ বিপ্লব’, বিশ্বে প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন আবিষ্কার করল রাশিয়া

অবশেষে আবিষ্কার হল কোভিড-১৯ এর একটি ভ্যাকসিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে জানিয়েছেন এই কথা। তিনি এও জানিয়েছেন, এই ভ্যাকসিন ইতিমধ্যে দেওয়া হয়েছে তাঁর মেয়ে ক্যাটরিনা থিকোনোভার দেহে। অর্থাৎ এই প্রতিষেধক যে নির্ভরযোগ্য সেটাই বলতে চেয়েছেন তিনি। পুতিনের কথায়, ‘আজ সকালে পৃথিবীর প্রথম করোনা টিকা রেজিস্টার করল রাশিয়া।’