Arijit

এবার কোহলির ব্যাটিং ব্যর্থতা নিয়ে মুখ খুললেন সচিন, জানালেন ব্যর্থতা কাটিয়ে ওঠার উপায়

দীর্ঘদিন হয়ে গেল ব্যাটে রান পাচ্ছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দুটি ম্যাচের একটিতেও দাগ কাটতে পারেননি কোহলি। প্রায় দু বছর হয়ে গেল কোহলির ব্যাটে টেস্ট সেঞ্চুরি নেই। কেন বারবার ইংল্যান্ড সফরে এসে ব্যর্থ হচ্ছেন কোহলি? দ্বিতীয় ম্যাচের দুটি ইনিংসে কোহলি ভালো শুরু করলেও অর্ধশত রানের দোরগোড়ায় গিয়ে আউট হতে হয়েছে। বারবার কেন কোহলির এমন ব্যাটিং বিপর্যয়? কেন ইংল্যান্ড সফরে রান পাচ্ছেন না কোহলি, যে কোহলি গতবারের ইংল্যান্ড সফরে ঝুড়ি ঝুড়ি রান করে ইংল্যান্ড বোলারদের ধুঁয়ে দিয়েছিলেন, সেই কোহলির ব্যাটে কেন রান নেই? এবার তারই ব্যাখ্যা দিলেন কিংবদন্তি শচীন তেন্ডুলকার।

   

এক সাক্ষাৎকারে শচীন জানিয়েছেন, ” আগের মত পায়ের নড়াচড়া হচ্ছেনা কোহলির। এছাড়া কোহলির বিপদ ডেকে আনছে আড়াআড়ি শট খেলার প্রবণতা। মানসিক দিক দিয়ে পিছিয়ে রয়েছেন বিরাট। সেই কারণে শুরুটা ভালো হচ্ছে না। বারবার টেকনিকে ভুল হচ্ছে। যদি শুরুটা ভালো না হয় তাহলে যে কোন ব্যাটসম্যানের মনে অতিরিক্ত চিন্তা আসে। সেই অতিরিক্ত চিন্তা করতে গিয়েই বাকি দিক গুলি গুলিয়ে ফেলছে কোহলি। তাই রান পেতে সমস্যা হচ্ছে ওর।”

এর পাশাপাশি শচীন দাবি করেন, “বিরাট একজন বিশ্বমানের ব্যাটসম্যান। ও জানে কীভাবে এমন পরিস্থিতি সামলে উঠতে হয়। আমার বিশ্বাস ও দ্রুত ছন্দে ফিরে আসবে এবং বড় রান পাবে।”