বিরাট, রোহিত, ধোনিকে বাদ দিয়ে আইপিএলের সেরা একাদশ বেছে নিলেন শচীন তেন্ডুলকার

দীর্ঘ দুই মাসের লড়াইয়ের পর সোমবার শেষ হয়েছে আইপিএল। এবারের আইপিএলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার দুর্দান্ত পারফরম্যান্স করে সকলের নজর কেড়েছেন। আবার অনেক বড় খেলোয়াড় এবার আইপিএলে আশানুরূপ পারফরম্যান্স করতে পারে নি। রবিবার আইপিএল শেষ হওয়ার পর সোমবারই সেরা আইপিএল একাদশ বেছে নিলেন সচিন তেন্ডুলকর।

কোন বড় নাম নয় বরং পারফরম্যান্স এর উপর বিচার করেই আইপিএলের সেরা একাদশ বেছে নিলেন সচিন তেন্ডুলকর। সচিনের এই দলে জায়গা হয় নি বিরাট কোহলী, মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মাদেরও।

সচিনের এই দলে জায়গা করে নিয়েছেন কে এল রাহুল, শিখর ধাওয়ান, যাশস্প্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়ার মত ভারতীয় তারকারা। এছাড়াও বিদেশিদের মধ্যে জায়গা করে নিয়েছেন রাশিদ খান, ডেভিড মিলার, লিয়াম লিভিংস্টোন ও জশ বাটলার।

এক নজরে দেখে নেওয়া যাক সচিনের পছন্দের সেরা আইপিএল একাদশ:-
শিখর ধাওয়ান, জশ বাটলার, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, লিয়াম লিভিংস্টোন, দীনেশ কার্তিক, রাশিদ খান, মহম্মদ সামি, যাশস্প্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।

Avatar

Koushik Dutta

X