বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,সইফ আলি খান,মহাভারত,আদিপুরুষ,Bollywood,Entertainment,Gossip,Saif Ali Khan,Adipurush,Mahabharat,Controversy

Moumita

রামায়ণের পর এবার মহাভারত! বিশেষ চরিত্রে অভিনয়ের ইচ্ছেপ্রকাশ সইফ আলি খানের

টানা তিন দশক ধরে সিনে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। এযাবত নানা ছবিতে নানা ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরেছেন। পেয়েছেন একাধিক পুরস্কারও। এ হেন সইফ আলি খানের স্বপ্নের চরিত্র কোনটি? এক সাম্প্রতিক সাক্ষাৎকারে এই নিয়েই মুখ খুললেন অভিনেতা।

   

এর আগে সাল ১৯৯৯ তে ‘কাচ্চে ধাগে’ ছবিতে অজয় দেবগণের সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। সেইসময়ই তিনি জানিয়েছিলেন যে, তার স্বপ্নের প্রোজেক্ট নাকি সনাতন ধর্মের সবচেয়ে বড়ো মহাকাব্য ‘মহাভারত’। তখনই ‘মহাভারত’-এ কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সহকর্মীর কাছে।

জানা যায় সইফের ইচ্ছে হলিউডের ‘দ্য লর্ড অফ দ্য রিংস’-এর মতো বড় করে পর্দায় তুলে ধরা হোক এই ভারতীয় মহাকাব্য। অভিনেতার কথায়, ‘কেউ যদি ‘লর্ড অফ দ্য রিংস’-এর মতো তৈরি করে মহাভারত তৈরি করেন, তা হলে আমি অভিনয় করব। অজয়ের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। আমার মনে হয়, আমাদের প্রজন্মে এটাই সকলের স্বপ্নের প্রোজেক্ট। সবাই মহাভারতে কাজ করতে চান।’

বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,সইফ আলি খান,মহাভারত,আদিপুরুষ,Bollywood,Entertainment,Gossip,Saif Ali Khan,Adipurush,Mahabharat,Controversy

শুধু তাই নয়, অভিনেতার আরও সংযোজন, ‘বলিউড আর দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে ছবিটি তৈরি হবে। অথবা অন্য কোনও ভাবে করলেও হবে। শুধু এই ছবিটি বড় করে তৈরি করা দরকার।’ যদিও এটা কেবল সইফের ইচ্ছেই নয়, এটা সমগ্র ভারতবাসীর ইচ্ছে।

কারণ মহাভারতের মতো সমৃদ্ধ একটা গাঁথা যদি বড়ো পর্দায় ঠিকঠাক প্রেজেন্ট করা হয় তাহলে বিশ্বসেরা প্রোজেক্ট হতে পারে। রাজনীতি, কূটনীতি, প্রেম, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, ছলনা, লড়াই, জন্ম, মৃত্যু কী নেই এতে? এ যে কেবলই একটা গ্রন্থ নয়, এ যে আমাদের জীবনদর্শন। তাই এই গাঁথাকে বড়ো পর্দায় দেখার জন্য সনতানীরা কতটা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তা বলাই বাহুল্য।

বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,সইফ আলি খান,মহাভারত,আদিপুরুষ,Bollywood,Entertainment,Gossip,Saif Ali Khan,Adipurush,Mahabharat,Controversy

তবে এখানে একটা ছোট্টো প্রশ্ন থেকেই যায়। আসলে সদ্যই মুক্তি পেয়েছে রামায়ণের উপর ভিত্তি করে নির্মিত ছবি ‘আদিপুরুষ’-র টিজার। তাতে লঙ্কেশের ভূমিকায় অভিনয় করেছেন সইফ আলি খান। কিন্তু গোল বেঁধেছে ছবির চিত্রায়ণে। সইফকে লঙ্কেশ কম আলাউদ্দিন খিলজি বেশি লাগছে— এমনটাই মত নেটিজেনদের। এমতাবস্থায় মহাভারতের গুরুগম্ভীর চরিত্র তিনি কতটা নিখুঁত করতে পারবেন তাতে সত্যিই প্রশ্ন থেকে যায়।