বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,আদিপুরুষ,রামায়ণ,ট্রোলিং,সোশ্যাল মিডিয়া,Bollywood,Entertainment,Gossip,Controversy,Adipurush,Ramayana,Trolling,Social Media

Moumita

শুরুতেই বারবার ট্রোল্ড ‘আদিপুরুষ,’ এবার বিগ বাজেটের ছবির উপর উঠল পোস্টার চুরির অভিযোগ

ছবি মুক্তি পেতে এখনও বেশ কয়েকটা মাস দেরি আছে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার, আর কার্যত তারপর থেকেই বিতর্কের মধ্যমণি হয়ে উঠেছে ওম রাউতের’আদিপুরুষ’। ছবির অ্যানিমেশন আর প্রেজেন্টেশন নিয়ে তো দর্শকদের ক্ষোভ ছিলোই আর তার মাঝেই নির্মাতাদের বিরুদ্ধে ছবির পোস্টার ‘নকল’ করার অভিযোগ তুলেছে একটি অ্যানিমেশন সংস্থা।

   

আসলে দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ছবির পোস্টার এবং টিজার। তারপর থেকেই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘আদিপুরুষ’-র ঝলক। সোশ্যাল মিডিয়া খুললেই এখন ট্রোলিং আর মিমের বন্যা। এসব তো চলছিলোই তারমধ্যেই বানর সেনা স্টুডিয়োজ নামক এক সংস্থা ভয়ানক অভিযোগ এনেছে নির্মাতাদের বিরুদ্ধে।

বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,আদিপুরুষ,রামায়ণ,ট্রোলিং,সোশ্যাল মিডিয়া,Bollywood,Entertainment,Gossip,Controversy,Adipurush,Ramayana,Trolling,Social Media

এই সংস্থার দাবি, অতীতে মহাদেবকে নিয়ে তৈরি তাদের একটি পোস্টারের আদলে তৈরি হয়েছে ‘আদিপুরুষ’-এর একটি পোস্টার। সম্প্রতি দু’টি ছবিকে পাশাপাশি রেখে একটি কোলাজ তৈরি করে তা নেটমাধ্যমে পোস্ট করেছে সেই অ্যানিমেশন সংস্থাটি। ক্যাপশনে লিখেছে, ‘মনে হয় শিবের এই ছবি থেকে অনুপ্রাণিত হয়েই নির্মাতারা ‘আদিপুরুষ’-এর প্রথম লুকের পোস্টারটি তৈরি করেছেন।’

এখানেই থেমে থাকেননি বানর সেনা স্টুডিয়োজ নামক এই সংস্থাটি। ‘আদিপুরুষ’-র নির্মাতাদের কটাক্ষ করে তারা লিখেছেন, ‘খুবই লজ্জার বিষয়, যিনি আসল শিল্পী অর্থাৎ শিল্পকর্মটি যার, টি সিরিজের উচিত তাঁর নাম উল্লেখ করা।’ খুব স্বাভাবিকভাবেই পোস্টটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তে বিশেষ সময় নেয়নি। আর তারপর থেকেই ছিছিক্কারের বন্যা বয়ে যাচ্ছে পোস্টের কমেন্ট বক্সে।

বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,আদিপুরুষ,রামায়ণ,ট্রোলিং,সোশ্যাল মিডিয়া,Bollywood,Entertainment,Gossip,Controversy,Adipurush,Ramayana,Trolling,Social Media

একজন তো লিখেই দিয়েছেন যে, ‘অনুপ্রাণিত নয়, বলুন নকল করেছে।’ অন্য জনের টিপ্পনি, ‘এ তো কপি-পেস্ট!’ শোনা যাচ্ছে ‘আদিপুরুষ’-এর বেশ কয়েকটি দৃশ্যও নাকি ‘টুকে’ দেওয়া হয়েছে ‘প্ল্যানেট অফ দ্য এপস’, ‘লর্ড অফ দ্য রিংস’, ‘অ্যাকোয়াম্যান’-এর মতো ছবি থেকে। এই অভিযোগও তুলেছে নেট নাগরিকদের একাংশ।

প্রসঙ্গত বলি, ইতিমধ্যেই একাধিক অভিযোগে বিদ্ধ করা হয়েছে প্রভাসের এই ছবিকে। ছবির দৃশ্যায়ন থেকে শুরু করে ভিএফএক্স সবকিছু নিয়েই নির্মাতাদের তুলোধুনো করছে নেটিজনরা। রামায়ণের মতো একটা এপিক জিনিস নিয়ে এরকম ছেলেখেলা মেনে নিতে পারছেনা কেউই। ওম রাউত নাকি রামায়ণের বিষয়বস্তু না বুঝেই ছবি তৈরি করতে নেমে পড়েছেন—এমনটাই মত ভারতীয়দের।