যতদিন এগোচ্ছে বলিউডে(Bollywood) নেপোটিজমের বাড়বাড়ন্ত ততই বাড়ছে। যদিও সেই নব্বইয়ের দশক থেকে নেপোটিজম(Nepotism) নিয়ে নানা বিতর্কের খবর সামনে এসেছে। বলিউডে যাদের কোন গডফাদার নেই, তারা নিজেদের প্রতিভার দ্বারা কঠোর পরিশ্রমের মাধ্যমে বলিউডে খুব কষ্ট করে জায়গা গড়ে তোলেন। কিন্তু অন্যদিকে তারকা সন্তানরা দিব্যি কোন প্রতিভা ছাড়াই এই গডফাদারের মাধ্যমে অভিনয় জগতে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে সক্ষম হচ্ছেন।
একে একে অনেক স্টারকিডকেই বলিউডে জায়গা করে দিয়েছেন করণ জোহর(Karan Johar)। আর এবার এই তালিকায় নাম যুক্ত চলেছে সইফ আলী খানের(Saif Ali Khan) পুত্র ইব্রাহিম খানের(Ibrahim Khan)। সইফ আলী খান ও অমৃতা রাওয়ের সন্তান ইব্রাহিম। যদিও অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর করিনার সঙ্গে বিয়ে করে সুখে সংসার করছেন সইফ। তবে বাবা হিসেবে তার প্রথম পক্ষের সন্তানদের সমস্ত দায়িত্ব পালন করে থাকেন তিনি।
আর তাই এবার বলিউডে সুযোগ করে দিতে চাইছেন ইব্রাহিমকে। গত বছরই ইব্রাহিমের বলিউডে আত্মপ্রকাশের এই খবর প্রকাশ্যে এসেছিল। তবে এবার ছবির কাজ শুরু হতে চলেছে ইব্রাহিম, এমনটাই জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, করণ জোহারের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ এই ছবি দিয়ে বলিউডে পা রাখবেন ইব্রাহিম। প্রথমে সহকারী পরিচালক হিসেবে তিনি কাজ করবেন বলে শোনা গিয়েছিল।
কিন্তু পরবর্তী কালে করণ জোহরের মনে হয়েছে ইব্রাহিমকে নায়ক হিসাবে কাস্ট করা যেতেই পারে। এই ছবিতে অভিনয় করছেন রণবীর সিং, আলিয়া ভাট সহ আরো অনেকে। এই ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিটি দক্ষিণী ছবির রিমেক। মালায়ালাম রোমান্টিক ছবি ‘হৃদয়ম’ এর হিন্দি রিমেক করছেন করণ জোহর।