বলিউড,বিনোদন,সঙ্গীতা বিজলানি,সালমান খান,গসিপ,বয়স,Bollywood,Entertainment,Sangeeta Bijlani,Salman Khan,Gossip,Age

৬১ বছরেও লাস্যময়ী সালমান খানের প্রাক্তন প্রেমিকা, তাঁর অসাধারণ চাউনিতে ঘায়েল অনুরাগীরা

বলিউডে এমন অনেক অভিনেত্রীই রয়েছেন, যারা তাদের নিজেদের সময়ে ছিলেন খুবই বিখ্যাত। কিন্তু জানেন কি এখনও তারা তাদের গ্ল্যামার এবং সৌন্দর্যের কারণে রয়েছেন ইন্টারনেটে শিরোনামে। এই অভিনেত্রীদের মধ্যে একজন হলেন ৮০ এর দশকের শীর্ষ নায়িকাদের একজন, সঙ্গীতা বিজলানি।

৮০ এর দশকের বিখ্যাত নায়িকা সঙ্গীতা বিজলানি কাজ করেছেন বলিউডের ভাইজান সলমন খানের সাথেও। তবে শুধু অভিনয়ই নয়, এছাড়াও সলমন খানের সঙ্গে সঙ্গীতা বিজলানির নাম জড়িয়ে অনেক গুঞ্জনও রয়েছে। এবং তাকে সালমান খানের প্রাক্তন বান্ধবীও বলা হয়। যদিও সঙ্গীতা বিজলানির বয়স অনেক বেশি, কিন্তু তা সত্ত্বেও তার রূপ-সৌন্দর্যে কোনো কমতি হয়নি, তার প্রমাণ তার ইনস্টাগ্রাম পোস্টে।

বলিউড,বিনোদন,সঙ্গীতা বিজলানি,সালমান খান,গসিপ,বয়স,Bollywood,Entertainment,Sangeeta Bijlani,Salman Khan,Gossip,Age

আজ প্রায় ৬১ বছর বয়স হয়ে গেল বলিউডের স্বপ্নসুন্দরী সঙ্গীতা বিজলানির। কিন্তু আজও অমলিন তার সৌন্দর্য, টেক্কা দিতে পারেন আলিয়া, দীপিকা এদের। সঙ্গীতা বিজলানি অবশ্য তার সৌন্দর্যের জন্য যোগব্যায়াম এবং প্রাকৃতিক পণ্যকেই কৃতিত্ব দেন। এর পাশাপাশি তিনি তার সুন্দর ত্বকের জন্য প্রচুর জলও পান করেন। সোশ্যাল মিডিয়ায় সঙ্গীতা বিজলানির প্রচুর ফলোয়ার রয়েছে এবং তার পোস্টে সবাই তার ফিটনেস এবং সৌন্দর্যের রহস্য জিজ্ঞাসা করে।

বলিউড,বিনোদন,সঙ্গীতা বিজলানি,সালমান খান,গসিপ,বয়স,Bollywood,Entertainment,Sangeeta Bijlani,Salman Khan,Gossip,Age

অবশ্য সঙ্গীতা বিজলানি নিজের সৌন্দর্য্যের জৌলুস ধরে রাখতে মেডিটেশনকে অনেক গুরুত্ব দিয়েছেন। তিনি প্রত্যেককেই মেডিটেশন করতে উৎসাহী করেন। তিনি এটাও বোঝান যে, মেডিটেশন করলে বার্ধক্যজনিত সমস্ত সমস্যা কমানো যায় এবং ৬১ বছর বয়সেও আপনি একেবারে সুস্থ ও ফিট থাকতে পারবেন। তার ফ্যাশন সেন্স মাত করতে পারে যেকোনো তরুণী অভিনেত্রীকে।

Avatar

Moumita

X