নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে টেলিভিশনের পর্দায় নতুন সিরিয়াল (New Serial) শুরু হওয়াটা একপ্রকার জলভাতে পরিণত হয়েছে। প্রায় প্রতিমাসেই বিনোদনমূলক চ্যানেল গুলোতে যেমন আসছে একের পর এক নতুন সিরিয়াল তেমনি নতুনকে জায়গা দিতে শেষ হয়ে যাচ্ছে একাধিক জনপ্রিয় মেগা সিরিয়াল।
আসলে ভুলে গেলে চলবে না দিনের শেষে সিরিয়াল মানেই ব্যবসা। তাই এখনকার দিনে সব সিরিয়ালেরই ভাগ্য নির্ধারণ করে থাকে টিআরপি (TRP)। আর এই টিআরপি তালিকায় নম্বর কমলেই অসময়ে বন্ধ হয়ে যায় যে কোনো বাংলা সিরিয়াল। এটাই এখনকার যে কোনো বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ড।
সদ্য জানুয়ারি মাসেই প্রকাশ্যে এসেছে স্টার জলসার (Star Jalsha) নতুন সিরিয়াল বঁধুয়া’র (Badhua) প্রোমো। আর তারপর এবার ঘোষণা করা হয়েছে এই ধারাবাহিক সম্প্রচারের সময় এবং তারিখ। জনপ্রিয় টেলি অভিনেতা রিজওয়ান রব্বানী শেখ এবং নতুন অভিনেত্রী জ্যোতির্ময়ি কুন্ডুর এই নতুন ধারাবাহিকের স্লট ঘোষণা হতেই মাথায় হাত স্টার জলসার ‘সন্ধ্যাতারা’ (Sadhyatara) ধারাবাহিকের ভক্তদের।
কারণ হিসাবে জানা যাচ্ছে আগামী মাসের শুরুতেই অর্থাৎ ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সম্প্রচারিত হবে এই নতুন সিরিয়াল ‘বঁধুয়া’। অর্থাৎ এখন যে স্লটে সন্ধ্যাতারা সম্প্রচারিত হচ্ছে সেই স্লটেই সম্প্রচারিত হবে স্টার জলসার নতুন সিরিয়াল। আর তাতেই বেজায় মন খারাপ সন্ধ্যা তারা সিরিয়ালের দর্শকদের।
আরও পড়ুন: ধর্মের টানে অভিনয়কে বিদায় ‘ফুলকি’র? সত্যিটা জানালেন অভিনেত্রী দিব্যানি
আসলে প্রথমে শোনা গিয়েছিল নতুন সিরিয়ালকে জায়গা দিতে শেষ হয়ে যাবে টিআরপি’তে ফ্লপ সিরিয়াল ‘তুমি আসে পাশে থাকলে।’ কিন্তু এখন দেখা যাচ্ছে সন্ধ্যাতারার স্লটে আসছে নতুন ধারাবাহিক। তবে এখও পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না এই ধারাবাহিক আদতের শেষ হবে নাকি এর স্লট পরিবর্তন করা হবে।
এই সমস্ত ধোঁয়াশার মাঝেই সম্প্রতি সন্ধ্যাতারা সিরিয়ালের প্রধান অভিনেত্রী অর্থাৎ সন্ধ্যা অভিনেত্রী অন্বেষা হাজরার কাছে প্রশ্ন রাখা হয়েছিল সত্যিই সন্ধ্যাতারা বন্ধ হয়ে যাবে কিনা? এ প্রসঙ্গে অভিনেত্রী হিন্দুস্তান টাইমস বাংলাকে স্পষ্ট জানিয়েছেন ‘আজ আমাদের ছুটি ছিল। আগামীকাল শুটিংয়ে গেলে হয়তো বিষয়টা স্পষ্ট করে জানতে পারবো। সিরিয়াল বন্ধ হওয়ার ব্যাপারে আপাতত চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে আমাকে কিছু জানানো হয়নি।’