টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,জি বাংলা,সোহাগ জল,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Zee Bangla,Sohag Jol

Moumita

বিচ্ছেদ দিয়ে শুরু প্রেমকাহিনী, আসছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘সোহাগ জল’, রইল প্রোমো ভিডিও

কালীপুজোর শুভক্ষণেই বড়ো ধামাকা জি বাংলার তরফ থেকে। যদিও খবরটা আগেই পাওয়া গেছিল, তবে অফিশিয়াল শিলমোহর পড়লো এইদিন। সামনে এলো জি বাংলার নতুন ধারাবাহিক ‘সোহাগ জল’-র প্রোমো। তবে আসন্ন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসতেই সবার মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তা হলো কোন ধারাবাহিকের বদলে আসছে এটি? এখন টিআরপি তালিকার দিকে তাকালে দেখা যাবে যে, ‘মিঠাই’-র অবস্থা খুবই খারাপ। তবে কি ‘মিঠাই’ বন্ধ হচ্ছে? আপাতত এই প্রশ্নে ছয়লাপ নেটমাধ্যম।

   

‘সোহাগ জল’-র প্রোমো প্রকাশ্যে আসতেই চোখের ঘুম উড়েছে মিঠাই ভক্তদের। ইতিমধ্যেই চ্যানেলের প্রাইম স্লট হারিয়েছে ধারাবাহিকটি। তবে কি এবার পুরোপুরিভাবে খাতা বন্ধ হতে চলেছে। এখানে বলে রাখি মাত্র ৬ মাসের মাথায় বন্ধ হতে চলেছে জি বাংলার অপর একটি ধারাবাহিক ‘লালকুঠি’ও। এখন এই নতুন ধারাবাহিকের খবরে একদিকে যেমন উত্তেজনা ছড়িয়েছে অপরদিকে চিন্তার পারদও চড়েছে দর্শকমহলে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই ধারাবাহিকে সম্পূর্ণ নতুন এক জুটিকে দেখতে চলেছে দর্শকমহল। ‘যমুনা ঢাকি’ শ্বেতা ভট্টাচার্য এই ধারাবাহিকে জুটি বাঁধছেন হানি বাফনার সঙ্গে। চিরাচরিত ছকের বাইরে গিয়ে ভাঙা জিনিস জোড়া লাগানোর গল্প বলবে এই ধারাবাহিক। সিরিয়ালের প্রোমোতে রয়েছে বেশ নতুনত্বের ছোঁয়া। প্রেম বা বিয়ে নয়, বরং শুভ্র আর জয়ীর বিয়ে ভাঙা দিয়ে শুরু এই গল্প।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,জি বাংলা,সোহাগ জল,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Zee Bangla,Sohag Jol

এক কথায়, দূরে গিয়ে কাছে আসার গল্প হল ‘সোহাগ জল’। সূত্রের খবর, ধারাবাহিকটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন সুশান্ত দাস। সদ্যই চ্যানেলের অফিশিয়াল সাইট থেকে প্রকাশিত হয়েছে ধারাবাহিকের প্রোমো। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যৌথ পরিবারের সর্বগুন সম্পন্না বৌমা জয়ী। একা হাতে সামলাচ্ছে গোটা পরিবার। ঠিক এরপরেই দেখা যায় ব্যাগপত্তর গুছিয়ে সংসার ছেড়ে চলে যাচ্ছে জয়ী।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,জি বাংলা,সোহাগ জল,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Zee Bangla,Sohag Jol

যদিও যেতে সে চায়না, বড়ো প্রিয় সংসার তার কিন্তু জয়ীর ধারণা, কাছে আসতে গেলে দূরে যেতে হয়। বিদায় বেলায় আক্ষেপের সুরে জেঠিমা বলে ওঠেন, ‘শুভ্রর সাথে ছাড়াছাড়িটা না হলেই ভালো হত’। মন ভারী হয়ে ওঠে শুভ্ররও। যাওয়ার সময় জয়ীর কাছে গিয়ে বলে, ‘আরও কিছুক্ষণ থেকে গেলে হয় না?’ কিন্তু জয়ী জানায়, ‘এমনিতেই আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে’।

‘সোহাগ জল’-র প্রোমো দেখার পর থেকেই রীতিমত উচ্ছসিত হয়ে উঠেছে সিরিয়ালপ্রেমীরা। কমেন্ট বক্সে কেউ লিখেছে, ‘দারুণ’। তো কেউ বলেছে, ‘কবে থেকে দেখতে পাবো? আর তর সইছে না’।‌ প্রসঙ্গত উল্লেখ্য, খুব শীঘ্রই শেষ হতে চলেছে জি বাংলার অপর একটি ধারাবাহিক ‘লালকুঠি’। সেই জায়গা নিতে চলেছে ‘সোহাগ জল’। সবে মিলিয়ে এখন বলাই যায় যে, জমজমাট জি বাংলা।