বলিউড,বিনোদন,শাহরুখ খান,ভবিষ্যদ্বাণী,সাক্ষাৎকার,দক্ষিণী ইন্ডাস্ট্রি,গসিপ,বিতর্ক,Bollywood,Entertainment,Gossip,Tollywood,Controversy,Shahrukh Khan,Future Prediction

Moumita

‘বলিউডের অবস্থা খুবই খারাপ হবে’! ইন্ডাস্ট্রি নিয়ে ১০ বছর আগেই ভবিষ্যতবাণী করেছিলেন শাহরুখ খান

SRK কেবল মাত্র একটা নাম নয়, একটা ব্র্যান্ড। একজন দক্ষ অভিনেতা হওয়া থেকে শুরু করে ভবিষ্যৎবাণী করাতেও তার জুড়ি মেলা ভার। এর আগে সাল ২০১১ তে ডিম্পল গার্ল প্রীতি জিন্টার সঙ্গে এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানেই এমন এক অদ্ভূত ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি যা সেইসময় হাস্যকর মনে হলেও বর্তমান দিনে বাস্তব হয়ে দাঁড়িয়েছে।

   

আজ থেকে ১১ বছর আগেই তিনি জানিয়েছিলেন যে, আগামী দিনগুলি বলিউডের জন্য সুখকর হবে না। দর্শক উৎসাহ হারাবে বলিউডের উপর থেকে। আর বর্তমান পরিস্থিতি বলিউডের জন্য কতটা ভয়াবহ হয়ে উঠেছে তা আর বলার অপেক্ষা রাখেনা নিশ্চয়ই। ফিল্ম ক্রিটিকস থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই এখন বলিউড বিরোধী হয়ে উঠেছে।

বিগত বেশ কিছুদিন ধরেই দক্ষিণী ছবিগুলি রাজ করছে ভারতীয় বক্স অফিসে। এখন তো বিশ্ব দরবারেও পৌঁছে গেছে ছবিগুলি। আর এরইমধ্যে কোণঠাসা হয়ে পড়েছে বি টাউন। আর হবে নাই বা কেন? বলিউড বাসিন্দাদের লাগাতার ঔদ্ধত্যপূর্ণ মনোভাব, দর্শকদের হেয় করা এবং সর্বোপরি নিজেদেরকেই সর্বেসর্বা ভাবা এসব দেখতে দেখতে বিরক্ত হয়ে উঠেছে সাধারণ মানুষ।

বলিউড,বিনোদন,শাহরুখ খান,ভবিষ্যদ্বাণী,সাক্ষাৎকার,দক্ষিণী ইন্ডাস্ট্রি,গসিপ,বিতর্ক,Bollywood,Entertainment,Gossip,Tollywood,Controversy,Shahrukh Khan,Future Prediction

দর্শকদের মতে, বলিউড নাকি সৃজনশীলতার নামে আমাদের সংস্কৃতির অপব্যবহার করেছে। বিশ্বদরবারে আমাদের ভারতীয় সংস্কৃতি তুলে ধরবার জায়গায় বিদেশি সংস্কৃতিকে দেশে ঠাঁই দিয়েছে। যার জ্বলজ্যান্ত উদাহরণ ওম রাউতের ‘আদিপুরুষ’। রামায়ণের গল্প নিয়ে ছবি অথচ গোটা রামায়ণকেই বিকৃত করে ফেলেছেন উনি। আর এইসব কারণেই বলিউড আজ হয়ে উঠেছে মানুষের দু চোখের বিষ।

শাহরুখের কথা বললে এর আগে ‘রাওয়ান’-র মতো একটা নতুন কনসেপ্ট নিয়ে কাজ করার কথা ভেবেছিলেন তিনি। সেইসময় ছবি সুপারহিট না হলেও আজকের দিনে দাঁড়িয়ে এইধরনের ছবিই চেটেপুটে খাচ্ছে দর্শকমহল। ‘রাওয়ান’ নিয়ে জবরদস্ত ট্রোলড হওয়ার পরেও ফ্যান এবং জিরো ছবিতে VFX ব্যবহার করেছিলেন তিনি। কারণ তিনি জানতেন ফিল্মি দুনিয়ার ভবিষ্যৎ কোনদিকে এগিয়ে যাচ্ছে।

বলিউড,বিনোদন,শাহরুখ খান,ভবিষ্যদ্বাণী,সাক্ষাৎকার,দক্ষিণী ইন্ডাস্ট্রি,গসিপ,বিতর্ক,Bollywood,Entertainment,Gossip,Tollywood,Controversy,Shahrukh Khan,Future Prediction

এই কারণেই আজ থেকে বছর দশেক আগেই তিনি বলেছিলেন, ‘ইন্ডাস্ট্রিতে অনেক নামিদামি পরিচালক রয়েছে। কিন্তু তারা কেবলই রোমান্টিক ছবিই তৈরি করেন। আমার এটা পছন্দ নয়। এমন ছবি তৈরি হওয়া উচিত যা প্রবাসী ভারতীয়রাও লন্ডন-আমেরিকায় বসে এনজয় করবে। স্পাইডার ম্যানের সমতুল্য ছবি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তৈরি হওয়া উচিত।’ কিন্তু বলিউড এসব বোঝেনি আর তাই আজ নিজের দেশেই কটাক্ষের বিষয়বস্তু অপরদিকে এই পন্থা অনুসরণ করেই দক্ষিণী ইন্ডাস্ট্রি পৌঁছে গেছে বিশ্বদরবারে।