Shahrukh Khan

Moumita

শত বিতর্কেও উজ্জ্বল ‘পাঠান’! নীরবতা ভেঙে প্রথমবার মুখ খুললেন বলিউড বাদশা শাহরুখ

দীর্ঘ পাঁচটা বছর সিলভার স্ক্রিন থেকে দূরে ছিলেন তিনি। শেষ ছবি ‘জিরো’ সুপার ফ্লপ হওয়ার পর থেকেই গুটিয়ে নিয়েছিলেন নিজেকে। সবার অলক্ষ্যে গিয়ে প্রস্ততি নিচ্ছিলেন পরবর্তী প্রোজেক্টের জন্য। আর এবার প্রস্ততি শেষে সবার সামনে চলেই এলেন বলিউডের (Bollywood) কিং খান শাহরুখ (Shahrukh Khan)।

   

লম্বা বিরতির পর ‘পাঠান’ হয়ে ফিরে এসে শাহরুখ যে অনেক রেকর্ড ভেঙে দিয়েছে তা বলাই বাহুল্য। এই মুহূর্তে বক্স অফিসে চলছে ‘পাঠান’ রাজত্ব। যদিও ছবিটি মুক্তি পাওয়ার আগের থেকেই নানা বিতর্কে জড়িয়ে পড়েছিল। এমনকি সোশ্যাল মিডিয়ায় অনেকে তো ছবিটি বয়কট করার ডাকও দিয়েছিলেন।

তবে সেইসব বাধা বিপত্তি কাটিয়ে ভালোই ফল করছে ছবিটি। যদিও ছবির বিষয়বস্তু এবং অভিনয় নিয়ে অনেক অভিযোগ এসেছে। কেউ কেউ বলছে ছবিতে নাকি কোনো নতুন গল্প নেই। অভিনয়-ও নাকি গড়পড়তা। পাশাপাশি পাকিস্তানের ISI এজেন্ট ভালো এবং RAW এজেন্টকে ভিলেইন দেখানো নিয়েও আপত্তি তুলেছেন অনেকে।

তবে এসব সাইডে রেখে ‘পাঠান’র বক্স অফিস কালেকশনের দিকে তাকালে তা কিন্তু সত্যিই নজরকাড়া। এক দিনেই একশো কোটির বেশি ব্যবসা করেছে ‘পাঠান’। হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিনে আর কোনও হিন্দি ছবি এমনটা করতে পারেনি বলেই মত বিশেষজ্ঞদের। আর এই সাফল্যের পর অবশেষে নীরবতা ভাঙলেন শাহরুখ।

বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,পাঠান,শাহরুখ খান,বক্স অফিস কালেকশন,Bollywood,Entertainment,Gossip,Controversy,Shahrukh Khan,Box Office Collection,Pathan

টুইট করে লিখলেন, ‘‘সাঁতরে ফিরে আসার জন্য তো কিছু বাঁচিয়ে রাখা যায় না। ফিরে আসার তো কোনও পরিকল্পনা হতে পারে না। সামনে দিকে এগিয়ে যাওয়াই যে জীবন। ফিরে আসা বা ‘কামব্যাক’ নয়, বরং চেষ্টা করো যেখানে শেষ করেছিলে, সেখান থেকেই শুরু করার। এক জন ৫৭ বছর বয়সের লোকের তরফ থেকে ছোট্ট উপদেশ।’’

প্রসঙ্গত উল্লেখ্য, দেশ বিদেশ মিলিয়ে দুদিনে মোট ২১৯.৬০ কোটির ব্যবসা করেছে ‘পাঠান’। তবে ব্লকব্লাস্টার তকমা ছিনিয়ে নিতে এরকম লাগাতার ব্যবসা করে যেতে হবে ছবিটিকে। কারণ ছবির বাজেট এমনিই ৪০০ কোটির বেশি। ওদিকে প্রমোশনের জন্যেও প্রচুর টাকা ঢালতে হয়েছে শাহরুখের পি আর টিম এবং নির্মাতাদের।