টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,ইচ্ছে পুতুল,লক্ষ্মী কাকিমা সুপারস্টার,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Ichche Putul,Lakshmi Kakima Superstar

Moumita

‘জি বাংলা’য় বড় বদল, নতুন ধারাবাহিক শুরু হতেই বন্ধ হল জনপ্রিয় ধারাবাহিক, রইল সম্প্রচারের দিনক্ষণ

বাংলা টেলিভিশনে এখন নতুন সিরিয়ালের (Bengali Serial) আনাগোনা। টিআরপি (TRP) কমলেই বন্ধ করে দেওয়া হচ্ছে পুরোনো গুলি। এতে অনেক আজগুবি গল্প যেমন বন্ধ হয়েছে তেমন বন্ধ হয়েছে কিছু ভালো সিরিয়ালও। সূত্রের খবর, এই ধারাবাহিকতা বজায় রেখে খুব শীঘ্রই বন্ধ হবে আরো একটি ধারাবাহিক।

   

যারা টেলিভিশনের নিয়মিত দর্শক তারা তো জানেনই যে খুব শীঘ্রই ‘ইচ্ছে পুতুল’ নামে একটি নতুন ধারাবাহিক শুরু হচ্ছে জি বাংলার পর্দায়। চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে আগামি ৩০ জানুয়ারী থেকে শুরু হবে এই সিরিয়ালের সফর। এবং এর টাইম টেবিলও জানিয়ে দেওয়া হয়েছে‌।

সূত্রের খবর, আগামী ৩০শে জানুয়ারি থেকে সোম থেকে শুক্র প্রতিদিন রাত দশটার সময় সম্প্রচারিত হবে ‘ইচ্ছে পুতুল’। আর এটা তো জানা কথা যে, নতুন ধারাবাহিক আসছে মানেই শেষ হবে পুরোনো কেউ। আর এবার সেই কোপটা পড়েছে অপরাজিতা আঢ্যের ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’র উপর।

এটা তো অনেকেই জানেন যে, গত ৩১ ডিসেম্বরই শেষ হয়ে গেছে জি বাংলার অন্যতম চর্চিত ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’‌র শুটিং। মাত্র ১০ মাস চলার পরেই বন্ধ করে দেওয়া হবে এই সিরিয়ালের সফর। এমনকি শেষের দিকে তো ধারাবাহিকের স্লটও বদলে দিয়েছিল নির্মাতারা।

প্রথম দিকে সোম থেকে শনি প্রতিদিন রাত সাড়ে আটটার সময় টিভির পর্দায় আসতো ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। এরপর ‘রাঙা বউ’ শুরু হতেই বদলে দেওয়া হয় সিরিয়ালের টাইম টেবিল। শেষ দিনের শুটিংয়ের পর টানা এক মাস রাত দশটায় টায় দেখানো হত সিরিয়ালটি।

তবে এবার পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা। আসলে প্রথম দিকটা ধারাবাহিকের ট্র্যাক ঠিক থাকলেও মাঝখানে বড্ড ঘেঁটে গিয়েছিল। তারপর থেকে সেই যে, টিআরপি কমতে শুরু করল তা আর উঠলো না। তাই আগামী ২৯ জানুয়ারি সব পাঠ চুকিয়ে টেলিভিশনের পর্দা থেকে পাকাপাকিভাবে বিদায় নেবে সিরিয়ালটি।