Arijit

দুটি ইনিংসে হাফসেঞ্চুরির পাশাপাশি একাধিক উইকেট! ওভাল টেস্টে বিশ্বরেকর্ড করলেন শার্দুল ঠাকুর

ওভাল টেস্ট মাতিয়ে রেখেছিলেন ভারতীয় অলরাউন্ডার শার্দুল ঠাকুর। রোহিত, বিরাট যাই করুক ম্যাচের আসল নায়ক কিন্তু শার্দুল ঠাকুরই। প্রথম ইনিংসে যখন ভারতীয় ব্যাটসম্যানরা একের পর এক সাজঘরে ফিরে গিয়েছিলেন সেই সময় আট নম্বরে ব্যাট করতে নেমে মাত্র 36 বলে 57 রানের ইনিংস খেলে ভারতের স্কোর 191 পৌঁছে দিয়েছিলেন শার্দুল ঠাকুর। শার্দূলের ইনিংসে ভর করে 191 রানের সম্মানজনক স্কোরে পৌঁছেছিল ভারত।

   

দ্বিতীয় ইনিংসেও সেই একই ফর্মে ব্যাটিং করেন শার্দুল। দ্বিতীয় ইনিংসেও ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে 60 রানের দুর্দান্ত ইনিংস খেললেন শার্দুল ঠাকুর। শার্দুল ঠাকুরের এই ইনিংস ভারতকে বড় রানের লিড নিতে সাহায্য করেছিল। দুটি ইনিংসে শার্দুল এমন ইনিংস না খেললে হয়তো ভারতের স্কোর অন্য জায়গায় থাকতো, এমনকি ম্যাচের ফলাফলও অন্য হতে পারতো। ভারতের তাবড় তাবড় ব্যাটসম্যানরা যেটা করতে পারেননি সেটাই করে দেখালেন ভারতের এই তরুণ অলরাউন্ডার।

দুটি ইনিংসে ব্যাট হাতে অর্ধশত রান করার পাশাপাশি বল হাতেও চমক দেখিয়েছেন শার্দুল। ওভালে দুই ইনিংস মিলিয়ে শার্দুল নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। আর সেই সঙ্গে শার্দুল ঠাকুর গড়ে ফেললেন এক অসাধারণ নজির। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দুই ইনিংসে অর্ধশতরান করার পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে তিনটি উইকেট নেওয়ার নজির গড়লেন শার্দুল ঠাকুর।