Arijit

শার্দুল-বিরাটের দুরন্ত অর্ধশতরান, বুমরার আগুনে বোলিং; প্রথম দিনেই ১৩৮ রানে এগিয়ে ভারত

বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হয়েছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক জো রুট। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে ভারত। ব্যাটিং করতে এসে ফের বেহালদশা ভারতের। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। শুরুতেই রোহিত শর্মা 11 এবং কে এল রাহুল 17 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। এইদিন ফের ব্যাট হাতে ব্যর্থ হন পুজারা। সেই সময় দলের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি। যদিও অর্ধশতরান করার পরই রবিনসনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান কোহলি।

   

একটা সময় মাত্র 127 রানে 6 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয় নেমে আসে ভারতের। সেই সময় ব্যাট হাতে জ্বলে উঠেন ভারতীয় অলরাউন্ডার শার্দুল ঠাকুর। এদিন ব্যাট হাতে দুরন্ত অর্ধশত রান করে ভারতের স্কোর সম্মানজনক জায়গায় পৌঁছে দেয় শার্দুল। ভারতের তারকা ব্যাটসম্যানরা ইংল্যান্ডের যে বোলারদের খেলতে হিমশিম খাচ্ছে তাদের বিরুদ্ধেই মারমুখী হয়ে ওঠেন শার্দুল। মাত্র 31 বলে দুরন্ত অর্থ শতরান করেন শার্দুল ঠাকুর। শার্দুলের ব্যাটে ভর করে ভারতের প্রথম ইনিংস শেষ হয় 191 রানে।

জবাবে ব্যাট করতে নেমে বুমরার আগুনে বোলিংয়ের সামনে মাথা নত করে ইংল্যান্ডের দুই ওপেনার। রোরি ব্রুন্স 5 এবং হামিদ 0 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। সেই সময় একটা ছোট ইনিংস তৈরি করেন মালান-রুট জুটি। তবে উমেশের বলে বোল্ড হয়ে 21 রান করেই প্যাবিলিয়নে ফিরে যান রুট। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর 53-3। ভারত এগিয়ে 138 রানে।