Shreya Ghoshal Sings Bengali Songs at Concert in Chicago

সত্যিই বাংলার গর্ব! বিদেশের মাটিতে বাংলা গান গেয়ে মন্ত্রমুগ্ধ করলেন শ্রেয়া ঘোষাল, দেখুন ভিডিও

নিউজশর্ট ডেস্কঃ যে সমস্ত বাঙালি নিজ মহিমায় বিশ্ব জয় করেছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। বাংলা থেকে শুরু করে দেশ তথা বিদেশের মাটিতেও নিজের গানের জাদুতে মুগ্ধ করেছেন কোটি কোটি মানুষকে। ছোট থেকে বড় শ্রেয়া ঘোষালের গান শোনেনি বা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে খ্যাতির চূড়ায় পৌঁছেও মাটির মানুষ তিনি।

সেলেব্রিটি সিঙ্গারদের কনসার্ট বা শোয়ের ভিডিও মাঝে মধ্যেই নেটপাড়ায় ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি শ্রেয়া ঘোষালের এমনই একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে শিকাগোর NABC 2024 কনসার্টে (Chicago NABC Concert 2024) গান বাংলা থেকে একাধিক সঙ্গীত শিল্পীদের মাঝে উপস্থিত ছিলেন বাঙালি গায়িকা। বাকিরা হিন্দি গান শুনিয়ে মঞ্চ মাতালেও বাংলা গান গেয়েই সকলকে মন্ত্রমুগ্ধ করলেন শ্রেয়া।

শিকাগোর মঞ্চে শ্রেয়া ঘোষালের গলায় স্বর্ণযুগের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া ‘ঘুম ঘুম চাঁদ’ গান গাইলেন শ্রেয়া। তাঁর গলায় এই গা শুনে রীতিমত গায়ে কাঁটা দিয়েছে উপস্থিত দৰ্শক থেকে নেটিজেনদের গায়ে। তাই ভিডিও ভাইরাল হতেই শ্রেয়া ঘোষালের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলেই।

Shreya Ghoshal,Shreya Ghoshal Singing,Shreya Ghoshal at Chicago,শ্রেয়া ঘোষাল,শ্রেয়া ঘোষাল বাংলা গান,Viral Video,Shreya Ghoshal Singing Video,Chicago

অবশ্য শুধুই ‘ঘুম ঘুম চাঁদ’ নয়, এরপর ‘ভালোবাসার মরশুম’, ‘চল রাস্তায় সাজি ট্রাম লাইন’ এর মত বাংলা গান গেয়ে শুনিয়েছেন। তাই অনেকের মত একজন প্রকৃত বাঙালি হিসাবে বিদেশের মাটিতে বাংলায় গান গেয়ে বাংলা গানের মুখ উজ্জ্বল করেছেন তিনি।

আরও পড়ুনঃ ‘ইন্ডাস্ট্রি বলে দিয়েছে আমি অভিনয় পারি না’, জন্মদিনে আক্ষেপের সুর বিপ্লব চট্টোপাধ্যায়ের গলায়!

প্রসঙ্গত, শ্রেয়া ঘোষালের ঝুলিতে রয়েছে মোট ২৭৪ এরও বেশি অ্যাওয়ার্ড। যেখানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার রয়েছে ৫টি ও ফিল্ম ফিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ৭টি। শেষ জাতীয় পুরস্কারটি পেয়েছিলেন ২০২৩ সালে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X