Arijit

এখনও কমেনি তিক্ততা, অলিম্পিকে ব্রোঞ্চ জেতার পর সিন্ধু-সাইনা তিক্ততা বেড়েছে দ্বিগুণ

টোকিও অলিম্পিকে ব্রোঞ্চ জিতে ইতিহাস তৈরি করেছেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু। রিওর পর টোকিও অলিম্পিকে পদক জিতে সকলের মন ভরিয়ে দিয়েছেন সিন্ধু। প্রথম ভারতীয় মহিলা হিসেবে পরপর দুটি অলিম্পিকে পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন সিন্ধু। টোকিওই ব্রোঞ্চ জেতার পর থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন পিভি সিন্ধু। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই শুভেচ্ছা জানিয়েছেন সিন্ধুকে। সারা দেশের মানুষের কাছ থেকে শুভেচ্ছা পেলেও এখনো পর্যন্ত একজন শুভেচ্ছা জানান নি পিভি সিন্ধুকে। তিনি হলেন একসময় সিন্ধুর সতীর্থ সাইনা নেহওয়াল।

   

এই সাইনা নেহওয়ালের হাত ধরেই 2012 সালে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্চ পেয়েছিল ভারত। আর এবার সিন্ধু ব্রোঞ্চ জেতায় তাকে শুভেচ্ছায় জানালেন না সাইনা। সিন্ধুর প্রাক্তন কোচ পুল্লেলা গোপিচাঁদ তাকে শুভেচ্ছা জানালেও শুভেচ্ছা জানায় নি সাইনা।

এই প্রসঙ্গে সিন্ধুকে প্রশ্ন করা হলে তিনি জানান অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। গোপি স্যার শুভেচ্ছা জানিয়েছেন তবে সাইনার থেকে এখনো পর্যন্ত কোন ফোন বা মেসেজ পাইনি। আর সিন্ধুর এই কথা থেকে এটা স্পষ্ট যে তাদের দুজনের মধ্যে যে পুরনো ঝামেলা ছিল তাই এখনো পর্যন্ত বর্তমান রয়েছে।