Arijit Singh

Moumita

‘জেঠিমা কেমন আছো?’ লন্ডনে ইংরেজদের মাঝেই ঝরঝরে বাংলা বলে ভক্তদের মন জিতলেন অরিজিৎ

উত্তর থেকে দক্ষিণ, আসমূদ্রহিমাচল এখন অরিজিৎ সিং-র (Arijit Singh) রমরমা। একের পর দূর্ধর্ষ গানের পাশাপাশি ক্রমাগত কনসার্ট করে চলেছেন তিনি। প্রোগ্রাম করছেন বিদেশের মাটিতেও। এসবের মধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিও (Viral Video), যা দেখে সকলে ধন্য ধন্য করছে গায়ককে।

   

একথা মোটামুটি সকলেই জানেন যে, এত বড় গায়ক হওয়া সত্বেও একেবারে মাটির সাথে মিশে থাকতে পছন্দ করেন অরিজিৎ। জিয়াগঞ্জের এই ছেলেটার সারল্য দেখে মুগ্ধ গোটা দেশ। তিনি নিজে যেমন একজন গুণী মানুষ, সেরকম অপর গুণী মানুষের কদর করতে বিন্দুমাত্র কার্পণ্য করেননা কখনও।

সম্প্রতি সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লন্ডনের মাটিতে এক সাংবাদিক বৈঠকে বসেছিলেন অরিজিৎ। স্বাভাবিকভাবেই কথোপকথন চলছিল ইংরেজিতে। সেখানেই হঠাৎ করে চোখ যায় সামনের আসনে বসে থাকা এক বয়স্ক মহিলার দিকে। খুব সম্ভবত তিনি অরিজিৎ-র পূর্ব পরিচিতা।

 

তাকে দেখেই গায়ক বলে ওঠেন, ‘জেঠিমা ইজ হিয়ার…’। এখানেই শেষ নয়। বিশুদ্ধ বাংলায় গায়ক বলে উঠলেন, ‘কেমন আছো জেঠিমা?’ খোদ ব্রিটেনের মাটিতে বসে বাংলা বলার আলাদা প্রশান্তি দেখা গেল তার চোখেমুখে। সম্প্রতি অরিজিৎ-র এক ফ্যানপেজ থেকে ভাইরাল করা হয়েছে ২০১৪ সালের এই ভিডিও।

বলিউড,বিনোদন,গসিপ,অরিজিৎ সিং,সোনু নিগম,কনসার্ট,ভাইরাল ভিডিও,ইনস্টাগ্রাম,সোশ্যাল মিডিয়া,Bollywood,Entertainment,Gossip,Arijit Singh,Sonu Nigam,Concert,Viral Video,Instagram,Social Media

জানা যায়, ২০০৯ সালে লন্ডন সফরে এসে সেই প্রবাসী বাঙালি পরিবারের সঙ্গে আলাপ হয়েছিল তার। দীর্ঘ ৫ বছর পরেও তিনি মনে রেখেছেন সেই স্মৃতি। অরিজিৎ জানান, ‘আমি এখানে অনেক মানুষকে চিনি। এখানে আমি একটা কোর্স করতে এসেছিলাম, কিন্তু সেটা শেষ করতে পারেনি। আমাকে ফিরে যেতে হয়। দেখি এবার ফিরে এসে কিছু একটা করতে হবে, এখানকার মানুষজন খুব সুন্দর’।