নিউজশর্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের(Central Government) তরফ থেকে প্রত্যেক তিন মাস অন্তর অন্তর ক্ষুদ্র সঞ্চয় স্কিমগুলির সুদের হার ঘোষণা করা হয়ে থাকে। এই ক্ষুদ্র সঞ্চয় স্কিম গুলোর মধ্যে রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana), পিপিএফ (PPF), এনএসসি (NSC) ইত্যাদি।
যদিও নতুন সুদের হার কত হবে সেটি মূলত নতুন ত্রৈমাসিক শুরু হওয়ার একদিন বা দুদিন আগে কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়। কিন্তু এবার লোকসভা নির্বাচন এবং নারী দিবসের কথা মাথায় রেখে শুক্রবারে সকল প্রকল্পের নতুন সুদের হার ঘোষণা করা হয়েছে। চলুন তাহলে নতুন সুদের হারে কোন প্রকল্পের জন্য কত হলো তা আলোচনা করা যাক।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পিপিএফ-এর সুদের হারে কোনরকম পরিবর্তন আনা হয়নি। আগামী ত্রৈমাসিকে সর্বোচ্চ ৭.১ শতাংশ সুদ রাখা হয়েছে। অন্যদিকে এনএসসি অর্থাৎ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট প্রকল্পেও আগের মত সুদের হার ৭.৭ শতাংশ রাখা আছে।
আরও পড়ুন: Crorepati: মাত্র ১৫ বছরের মধ্যে হতে পারেন ১ কোটির মালিক! জানেন কিভাবে হবেন কোটিপতি?
এছাড়া মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ এমআইএস-এর ক্ষেত্রে সুদের হার কত হবে সেই সম্পর্কে কোন তথ্য জানাইনি কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের আওতায় যারা বিনিয়োগ করবেন তারা সর্বোচ্চ পরিমাণে ৭.৪ শতাংশ সুদ পাবেন। দেশের মহিলাদের কথা মাথায় রেখে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প গড়ে তোলা হয়েছে। মেয়েদের সঞ্চয় আরো বাড়ানোর জন্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কিন্তু এবার আসন্ন ত্রৈমাসিকে এই প্রকল্পের ক্ষেত্রেও সুদের হার বাড়ানো হয়নি। আগের মত এবারেও সুদের হার ৮.২ শতাংশ থাকবে। অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ অন্যান্য সমস্ত স্মল সেভিংস স্কিমে আগের মতই সুদ থাকবে। যেহেতু সুদের হারের কোনো পরিবর্তন করা হয়নি।