Smartphone

Smartphone: ১৬,৪৯৯ টাকায় মিলবে ১০৮ MP ক্যামেরার ৫ জি ফোন! OnePlus-র অফার শুনলে কিনবেন আপনিও

নিউজশর্ট ডেস্কঃ স্মার্টফোনের(Smartphone) বাজারে ভারতবর্ষে এখন বেশ কিছু চিনা ব্র্যান্ড জনপ্রিয় হয়ে উঠেছে। যার মধ্যে OnePlus আলাদাই জনপ্রিয়তা অর্জন করেছে। আর তাই এই সংস্থা এবার Nord সিরিজের অধীনে কম দামে আরো বেশকিছু ফোন নিয়ে এসেছে। যেগুলোর দাম কম হলেও ফিচার এবং কোয়ালিটি দুর্দান্ত।

আপনিও যদি কম খরচের মধ্যে একটি দুর্দান্ত ফোন নিতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুযোগ। অ্যামাজন থেকে আপনি ব্যাপক ডিসকাউন্টে OnePlus Nord CE 3 Lite 5G ফোন কিনতে পারবেন। এক্ষেত্রে আপনার ১৫ হাজার টাকা বা তার কম খরচ হতে পারে। চলুন তাহলে কি অফার হয়েছে এবং এই ফোনে কি কি স্পেসিফিকেশন রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

অফার: OnePlus Nord CE 3 Lite 5G এই ফোনের ৮ জিবি ও ১২৮ জিবির ভ্যারিয়েন্টর ফোনের দাম ১৯,৯৯৯ টাকা হলেও অ্যামাজন ইন্ডিয়াতে এটি এখন ১৭,৪৯৯ টাকায় পাওয়া যাবে। আর আপনি যদি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন তাহলে আরো ১ হাজার টাকা অতিরিক্ত ছাড় মিলবে। অর্থাৎ দাম গিয়ে দাঁড়াবে ১৬,৪৯৯ টাকা।

আরও পড়ুন: Recharge Plan: ফের বাড়তে পারে মোবাইল রিচার্জের খরচ! ফ্যাসাদে পড়ার আগে জানুন এক বছরের রিচার্জ প্ল্যান

আপনি চাইলে পুরনো কোন স্মার্টফোন এক্সচেঞ্জ করেও এই ফোনটি কিনতে পারেন। এক্সচেঞ্জ অফারে ১৬,৫০০ টাকা পর্যন্ত ছাড় কাজে লাগাতে পারবেন। তবে এক্সচেঞ্জের ক্ষেত্রে পুরনো ফোনের ব্র্যান্ড মডেল এবং অবস্থার উপর নির্ভর করছে।

OnePlus Nord CE 3 Lite-এর স্পেসিফিকেশন: এই ফোনে ৬.৭২ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এর সাথেই অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৯৫জি প্রসেসর, যার সাথে মিলবে ১৬ জিবি র‍্যাম (৮ জিবি ইনস্টলেড্+৮ জিবি ভার্চুয়াল) এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাওয়া যাবে। এই ফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আবার ফটোগ্রাফির জন্য এটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার সেটআপ অফার করবে।

 

Avatar

Papiya Paul

X