Technology

Technology: দিন দিন ফোন স্লো হয়ে যাচ্ছে? এই ট্রিকস জানলে পুরনো ফোনই কাজ করবে নতুনের মতো

নিউজ শর্ট ডেস্ক: যে কোনো ইলেক্ট্রনিক গেজেট-ই পূর্ণ হওয়ার সাথে সাথে নানান সমস্যার সৃষ্টি করে। এক্ষেত্রে ব্যতিক্রম নয় এখনকার দিনের মুঠোয় বন্দী স্মার্ট ফোন (Smart Phone)। তাই বাইরে থেকে নতুনের মতো দেখতে হলেও সময়ের সাথে সাথে অধিকাংশ পুরনো মোবাইল (Old Mobile) ফোনই কিন্তু স্লো হতে শুরু করে। তাই এক্ষেত্রে স্মার্ট জগদ্দল হওয়ার আগেই তার জন্য জেনে রাখা প্রয়োজন কিছু সহজ টিপস। যা জানা থাকলে পুরনো মোবাইলেই কাজ হবে একেবারে নতুনের মতো। আসুন জানা যাক বিস্তারিত।

ফোন আপডেট করতে হবে:

অনেকদিন ধরে একই ফোন ব্যবহার করতে করতে অনেকেই ফোনের অপারেটিং সিস্টেম আপডেট করতে ভুলে যান। এরফলে ফোনে নতুন কোনো ফিচার কিংবা সিকিউরিটি আপডেট আসে না। যার ফলে একসময় খুব স্লো হয়ে যায়। যার ফলে ফোনে ব্যাপক সমস্যা শুরু হয়। আর এই কারণে মাঝেমধ্যেই ফোন ভীষণ হ্যাঙ করতে শুরু করে।

নতুন লঞ্চার ডাউনলোড করা যেতে পারে:

অ্যান্ড্রয়েড ফোনগুলিতে অনেকগুলি জিনিস কাস্টমাইজেশন করা যায়। তাই কেউ চাইলে পুরনো ফোনে গুগল প্লে স্টোর থেকে একটি নতুন লঞ্চার অ্যাপ ডাউনলোড করতে পারেন। এমনই কয়েকটি ভাল লঞ্চার হল নোভা লঞ্চার, অ্যাকশন লঞ্চার এবং মাইক্রোসফট লঞ্চার। এভাবেও পুরনো ফোন একেবারে নতুনের কাজ করতে শুরু করে দেয়।

পুরনো মোবাইল,Old Mobile,বতুন মোবাইল,New Mobile,সহজ টিপস,Easy Tips,দ্রুত কাজ,Works Fast,স্মার্ট ফোন,Smartphone,প্রযুক্তি,Technology,মোবাইল,Mobile,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

অপ্রয়োজনীয় ডেটা ক্লিন করে ফেলুন:

বহুদিন ধরে ফোন ব্যবহার করতে করতে ফোনে অনেক অপ্রয়োজনীয় ডেটা জমা থাকে। তাই ফোন থেকে অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল মুছে ফেলা এবং অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করার পাশাপাশি ক্যাশে করা ডেটাও মুছে ফেলতে হবে। এতেই পুরনো ফোন-ও একেবারে সুপারফাস্ট হয়ে যাবে।

আরও পড়ুন: ‘লাগে টাকা দেবে গৌরী সেন’! জানেন এই গৌরী সেন আসলে কে ছিলেন? 

প্রয়োজনে ফোন রিসেট করুন:

পুরনো মোবাইল,Old Mobile,বতুন মোবাইল,New Mobile,সহজ টিপস,Easy Tips,দ্রুত কাজ,Works Fast,স্মার্ট ফোন,Smartphone,প্রযুক্তি,Technology,মোবাইল,Mobile,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

পুরনো ফোনকেই নতুন করে ফিরে পেতে চাইলে ফ্যাক্টরি রিসেট করা যেতে পারে। এইভাবে ফোনের সমস্ত জাঙ্ক ফাইল মুছে ফেলা যাবে। কিন্তু ফ্যাক্টরি রিসেট করার আগে অবশ্যই ফোনের সব ডেটা ব্যাকআপ নিয়ে রাখতে হবে। তা না হলে পুরনো ডেটা আর ফিরে পাওয়া যাবে না।

Avatar

anita

X