টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,বিতর্ক,মিঠাই,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Controversy,Mithai

Moumita

স্লট হারানোর পাশাপাশি ফের নতুন ধাক্কা, বাদ পড়ছে ‘মিঠাই’ ধারাবাহিকের দুই গুরুত্বপূর্ণ চরিত্র

বাঙালির বিনোদন মানেই সিরিয়াল, আর এই সিরিয়াল জগতেই একটা সময় রাজ করেছে টেলিভিশনের অন্যতম সফল ধারাবাহিক ‘মিঠাই’। তবে সম্প্রতি সেই জনপ্রিয়তায় একটু ভাঁটা পড়েছে বৈকি। একটা সময় লাগাতার শীর্ষে থাকা ‘মিঠাই’ই টিআরপি তালিকায় নীচে নামতে নামতে পৌঁছে গেছে একদম অষ্টমস্থানে। মিঠাইভক্তদের জন্য এটা সবচেয়ে দুঃখের খবর বলে মনে হলে জানিয়ে দিই এর চেয়েও খারাপ খবর এখনও বাকি আছে।

   

বিগত কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে যে, যখনই কোনো ধারাবাহিক খারাপ ফল করছে তখনই হয় সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে আর নয়তো তার স্লট পরিবর্তন করা হচ্ছে। নিয়েমের এই কড়াকড়িতে ছাড় পায়নি ‘মিঠাই’ও। আগামী মাস থেকেই প্রাইম স্লট ৮ টার জায়গা ছেড়ে দিয়ে ‘মিঠাই’ সম্প্রচারিত হবে সন্ধ্যা ৬ টায়। আর এই খবরে শিলমোহর লাগিয়েছেন মিঠাইয়ের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস।

এর আগেই আমরা জানিয়েছিলাম যে এবার সৌমিতৃষার বদলে পল্লবী শর্মার উপরে বাজি ধরছে জি বাংলা। আর এদিকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বন্ধ হবে ‘পিলু’র খাতা। অর্থাৎ ‘পিলু’র জায়গা নিচ্ছে মোদক পরিবার ওরফে মিঠাই পরিবার। তবে এতেই শেষ নয়, স্লট পাল্টানোর সাথে সাথে পাল্টে যাবে আরো অনেক কিছুই।

সূত্রের খবর, সময়ের সাথে সাথে বদলে যাবে ‘মিঠাই’-র গল্পও। ধারাবাহিক শেষ করার আগে আরো একটা শেষ চান্স নিতে চাইছে নির্মাতারা। যদি কোনোভাবে হারিয়ে যাওয়া গৌরবকে আবার ফিরিয়ে আনা যায়, চলছে তারই প্রচেষ্টা। টেলিপাড়ার কানাঘুষো খবর, গল্প এগিয়ে যাওয়ার পাশাপাশি ‘মিঠাই’ পরিবারের দুই সদস্যকে আর দেখা যাবে না!

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দাদাই আর ঠাম্মি চরিত্রটিকে সম্পূর্ণ বাদ দিতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ। অর্থাৎ বিশ্বনাথ চক্রবর্তী এবং স্বাগতা বসুকে নভেম্বেরর মাঝামাঝি সময় থেকে আর ‘মিঠাই’তে দেখা যাবে না। যদিও ঠিক কীভাবে তাদের বাদ দেওয়া হচ্ছে সেই খবর এখনো প্রকাশ করেনি নির্মাতারা। তবে এই খবর শোনার পর ভক্তদের মন যে বেজায় খারাপ তা বলাই বাহুল্য।

অনেকেই বলছে গল্পটাকে এভাবে কাটাছেঁড়া না করে শেষ করে দিলেই তো পারে। এতে টিআরপি আর কমবে বই বাড়বেনা বলেই ধারণা সবার। তবে অনুরাগীদের দাবি ‘মিঠাই যেই স্লটেই দেওয়া হোক না কেন, মিঠাই সেরা’। কেউ কেউ তো এটাও লিখেছে যে, মিঠাই বন্ধ হয়ে গেলে জি বাংলাকেই বয়কট করে দেবে তারা। যদিও ঠিক কী ঘটবে আগামী একমাসে তা সময়ই বলবে।