Papiya Paul

চাকরির চিন্তাভাবনা ছেড়ে শুরু করুন এই খাবারের ব্যবসা, লাভ দেখলে নিজেই ঘাবড়ে যাবেন

নিউজশর্ট ডেস্ক: শুধু চাকরির আশায় বসে থাকলে বর্তমান প্রজন্মে টিকে থাকা বড্ড মুশকিল। যতদিন এগোচ্ছে চাকরির বাজার ততই খারাপ হচ্ছে তাই চাকরির চিন্তা ভুলে গিয়ে বহু মানুষই ছোটখাট ব্যবসার(Business) দিকে নজর দিয়েছেন। তবে হঠাৎ করে যে কোন ব্যবসায় নেমে গেলেই চলবে না,  ব্যবসা শুরু করার আগে পর্যাপ্ত বিচার বিশ্লেষণ করা অবশ্যই প্রয়োজন। তা না হলে লাভের বদলে লোকসান হবে বেশি। এখন বহু মানুষ ব্যবসা করে বাড়তি উপার্জন শুরু করেছেন।

   

আপনিও যদি ব্যবসা শুরু করার কোন পরিকল্পনা করে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আজকে এই প্রতিবেদনে আপনার জন্য একটি ইউনিক ব্যবসার আইডিয়া(Unique Business Idea) দেওয়া হল। সামনে শীতকাল আসছে। এই সময় উষ্ণ কিছু পেলে বেশ আরাম বোধ হয়। এই সময়কে কাজে লাগিয়ে আপনি স্যুপ মেকিং ব্যবসা(Soup Making Business) শুরু করতে পারেন। যে কোন খাবারের ব্যবসা করতে পারলে সেখানে লাভের সম্ভাবনা বেশি থাকে। তাই অনেকেই টাকা বিনিয়োগ করে ফাস্টফুড তৈরির ব্যবসায় নিজেদের নিযুক্ত করেন।

আপনি আপনার বাড়িতে কিংবা কোন জনবহুল এলাকায় যেখানে মানুষ খেতে আসেন সেখানে এই ব্যবসা শুরু করতে পারেন। মনে রাখবেন এটি যেহেতু একটি খাবার জিনিস তাই অবশ্যই কোয়ালিটি এবং টেস্ট ভালো রাখতে হবে। কোন ধরনের স্যুপ বেশি বিক্রি হচ্ছে। সেই বিষয়টিকে মাথায় রেখে প্রতিদিন এর যোগান শুরু করতে হবে। যারা ভালোমতো রান্না করতে পারেন তাদের দিয়ে এই ব্যবসাতে কাজে লাগাতে পারেন।

আরও পড়ুন: পুজোর মরশুমে মোটা টাকা রোজগার করতে চান! অল্প পুঁজিতে শুরু করুন এই ৫ ব্যবসা

স্যুপ বানাতে মোটামুটি ১০ থেকে ১৫ টাকা খরচ হয় আর এটিকে আপনি ৪০ থেকে ৫০ টাকা দরে একবাটি করে বিক্রি করতে পারেন। আপনার স্যুপের টেস্ট এবং স্বাদ যদি অত্যন্ত ভালো হয়,  তাহলে সেক্ষেত্রে ১০০ টাকায় বিক্রি করা যেতে পারে। প্রথমদিকে আপনার দোকানে খাবারের দাম কম রাখুন পরবর্তী কালে বিক্রি বুঝে আস্তে আস্তে দাম বাড়াতে পারেন।

এই ব্যবসাতে মোটা টাকা বিনিয়োগ করার প্রয়োজন হয় না। মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করেও এই ব্যবসা করা যেতে পারে। এটি এমন একটি খাবার যা দোকানের পাশাপাশি অনলাইন ফুড ডেলিভারির অ্যাপ-এর মাধ্যমে বিক্রি করা যেতে পারে। এই ব্যবসা যদি ঠিকভাবে করতে পারেন তাহলে প্রত্যেক মাসে ১ লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায়।