Arijit

ভারত-পাকিস্তান ম্যাচে কে এগিয়ে? সুকৌশলে উত্তর দিলেন সৌরভ গাঙ্গুলি

দীর্ঘ ২ বছর পর এবার অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। আগামী কাল এশিয়া কাপের ধুমধুমার ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। আগামী ২৮ শে আগস্ট এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্ধী ভারত এবং পাকিস্তান। ইতিমধ্যেই এই ম্যাচ ঘিরে সারা বিশ্বের ক্রিকেট সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

   

আগামীকাল ভারত পাকিস্তান ম্যাচে কোন দল জিততে পারে? কেই বা এগিয়ে রয়েছে এশিয়া কাপ জয়ের ব্যাপারে? এই নিয়েই এইদিন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করলে তিনি বেশ কিছু পূর্ণ মন্তব্য রাখলেন।

ভারত পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচ আর যে কোনও ম্যাচের মতোই। এটা ঠিক যে একটা আলাদা চাপ থাকে। তবে রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি ভালই জানে কী ভাবে চাপ সামলাতে হয়। এগিয়ে- পিছিয়ে কেউ নেই। টি-টোয়েন্টিতে যা খুশি হতে পারে।”