‘বিদেশে জেতার অভ্যাস তৈরি করাই অধিনায়ক হিসেবে সেরা প্রাপ্তি’, সৌরভ গাঙ্গুলি

আজ ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জন্মদিন। এই সৌরভ গাঙ্গুলিকেই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে বিবেচিত করা হয়। সৌরভ গাঙ্গুলি যখন ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছিল সেই সময় অন্ধকারে ডুবে ছিল ভারতীয় ক্রিকেট দল। এক বাঙালির হাত ধরেই অন্ধকার সময় পেরিয়ে আলোর পথে এসেছিল ভারতীয় ক্রিকেট দল।

আজ 50 বছর বয়সে পা দিলেন মহারাজ। লর্ডসে স্বপ্নের অভিষেক ঘটানো বেহালার বাঁ হাতি। গড়াপেটার কালো অধ্যায়ের শাপমোচন ঘটিয়ে নতুন, লড়াকু টিম ইন্ডিয়ার স্থপতি। তিনি আজ পা দিচ্ছেন পঞ্চাশ বছরে।

এইদিন সৌরভ কে জিজ্ঞাসা করা হয় অধিনায়ক হিসেবে সেরা প্রাপ্তি কোনটা?
সৌরভ জানান বিদেশের মাটিতে নিয়মিত ভাবে জেতা শুরু করা। সেটাই অধিনায়ক হিসেবে আমার কাছে সেরা প্রাপ্তি। কারণ, আমি বিশ্বাস করি, বিদেশে যত ক্ষণ না দাপুটে দল হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারছ, তত ক্ষণ কেউ সম্মান করবে না। সেই দলটাকে নিয়ে কেউ ভাবে না, যারা শুধু নিজেদের দেশে জেতে আর বিদেশে হেরে মাথা হেঁট হয়ে ফেরে।

Avatar

Koushik Dutta

X