Arijit

আইপিএলে এই দুই তরুণের প্রতিভায় মুগ্ধ সৌরভ গাঙ্গুলি, দিলেন বড় বয়ান

আইপিএল এমন একটি মঞ্চ যেখানে ভারতের তরুণ ক্রিকেটাররা নিজেদের প্রতিভা সারা বিশ্বের কাছে দেখানোর সুযোগ পায়। এই তরুণরা অনেকেই পরবর্তীতে ভারতীয় দলে খেলার সুযোগ পান। এ বারও বেশ কয়েক জন ক্রিকেটার নজর কেড়েছেন। তাঁদের মধ্যে বোলারের সংখ্যাই বেশি। এমনই দুই তরুণ ভারতীয় বোলারের খেলা দেখে মুগ্ধ বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

   

এবার আইপিএলে যে দুজন ভারতীয় বোলার সৌরভ গাঙ্গুলির নজর কেড়েছেন তারা হলেন সানরাইজার্স হায়দরাবাদের উমরান মালিক ও রাজস্থান রয়্যালসের কুলদীপ সেন। এবার আইপিএলে এই দুজন আগুনে গতিতে বোলিং করছেন।

এই দুই বোলারের প্রসঙ্গে সৌরভ বলেন, ‘‘প্রতি ঘণ্টায় 150 কিলোমিটার গতিতে ক’জন বল কর়তে পারে। উমরানকে জাতীয় দলে নেওয়া হলে আমি অবাক হব না। যদিও ওকে সাবধানে ব্যবহার করতে হবে। আমি কুলদীপের নামও বলব। ডেথ ওভারে যথেষ্ট বৈচিত্র নিয়ে বল করছে। নির্বাচকরা ওর কথাও ভাবতে পারে।’’