Arijit

নিজের দোষেই অধিনায়কত্ব হারিয়েছে, আমরা দায়ী নয়, বিরাটকে নিয়ে বিস্ফোরক সৌরভ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন তিনি আর টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব করতে চান না। বিশ্বকাপের পরেই টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। তবে টি-টোয়েন্টির পর একদিনের ক্রিকেটে বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে বিসিসিআই। যা নিয়ে ইতিমধ্যেই বিরাট ভক্তদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।

   

এবার বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।  সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, সাদা বলের ক্রিকেটে দুজন আলাদা অধিনায়কের পক্ষে ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই কারণে বোর্ড এবং নির্বাচকরা যৌথ সিদ্ধান্ত নিয়ে বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে।

এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলী বলেন, ” ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিরাট কোহলি কে অনুরোধ করা হয়েছিল উনি যাতে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব না ছাড়েন। কিন্তু বিরাট কথা শোনেনি। উনি টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। আর সাদা বলের ক্রিকেটে দুজন আলাদা অধিনায়ক রাখার কোন অর্থই খুঁজে পাচ্ছিল না ভারতীয় বোর্ড। আর সেই কারণেই বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে। তবে এই ব্যাপারে আমি এবং বোর্ডের চেয়ারম্যান দুজনেই বিরাটের সঙ্গে কথা বলেছি।”