Arijit

TRP’র লড়াইয়ে একলাফে মিঠাইয়ের কাঁধে চেপে বসলো খুকুমণি! দেখুন অবাক করা রেজাল্ট

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে ধারাবাহিক মানেই মিঠাই। এক কথায় অপ্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে চলেছে মিঠাই। টানা 35 সপ্তাহ টিআরপি তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে মিঠাই, যেটা মোটেও সহজ কাজ নয়। আর এই কাজটি সহজ করে তুলেছে মিঠাই এর অসাধারণ গল্প। প্রায় প্রত্যেক সপ্তাহেই নতুন নতুন টুইস্ট নিয়ে দর্শকদের মনোরঞ্জন করে মিঠাই। যার কারণে এখন মিঠাই না দেখলে কার্যত রাত্রে ঘুম আসেনা বাংলা ধারাবাহিক প্রেমীদের।

   

তবে গত কয়েক সপ্তাহ ধরে মিঠাই রানিকে কড়া টক্কর দিচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক খুকুমণি হোম ডেলিভারি। বছরের একেবারে শেষের দিকে এসে সমস্ত পুরনো ধারাবাহিককে টেক্কা দিয়ে এক লাফে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো খুকুমণি হোম ডেলিভারি।

তবে অল্পের জন্য মিঠাই রানিকে ছুঁতে পারলো না খুকুমণি। নিজের চেনা ছন্দে টিআরপি তালিকায় ফের সবার শীর্ষে মিঠাই। তবে অল্প কয়েক দিনের মধ্যেই দ্বিতীয় স্থানের জাঁকিয়ে বসেছে খুকুমণি হোম ডেলিভারি। 11.5 রেটিং পয়েন্ট নিয়ে সবাইকে টেক্কা দিয়ে এই সপ্তাহেও টিআরপি তালিকায় সবার শীর্ষে মিঠাই। তবে দ্বিতীয় স্থানে রয়েছে তিন জন। 9 রেটিং পয়েন্ট নিয়ে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খুকুমণি হোম ডেলিভারি, উমা, এবং যমুনা ঢাকি।

এক নজরে দেখে নিন টিআরপি সেরা দশের তালিকা-
মিঠাই- ১১.৫ (প্রথম)
খুকুমণি হোম ডেলিভারি- ৯.০ (দ্বিতীয়)
উমা- ৯.০ (দ্বিতীয়)
যমুনা ঢাকি- ৯.০ (দ্বিতীয়)
সর্বজয়া- ৮.৩ (তৃতীয়)
অপরাজিতা অপু- ৮.১ (চতুর্থ)
মন ফাগুন- ৭.৫ (পঞ্চম)
খেলাঘর- ৭.২ (ষষ্ঠ)
গঙ্গারাম- ৭.২  (ষষ্ঠ)
রাণী রাসমণি- ৭.০ (সপ্তম)
আয় তবে সহচরী-  ৭.০ (সপ্তম)
শ্রীময়ী- ৭.০ (সপ্তম)
ধুলোকণা- ৭.০ (সপ্তম)
কড়ি খেলা- ৬.৯ (অষ্টম)
কৃষ্ণকলি- ৬.৯  (অষ্টম)
এই পথ যদি না শেষ হয়- ৬.৭ (নবম)
খড়কুটো- ৬.৪ (দশম)
বরণ- ৬.৪ (দশম)