নিউজশর্ট ডেস্কঃ এবছর শুরুতে বৃষ্টি (Rain) কম হলেও জুলাই মাসের শেষ থেকে সুদে আসলে সব চুকিয়ে দিচ্ছে আবহাওয়া (Weather)। গত বুধবার থেকেই এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে সমগ্র বাংলায় /কলকাতা তো বটেই, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মাঝারি থেকে ভারী বৃস্টিপাত জারি রয়েছে। যার জেরে তাপমাত্রা কমেছে অনেকটাই। এমনকি কিছুলোকে ভোরের দিকে চাদর দিয়ে গা ঢাকতেও শুরু করেছেন। তবে শুক্রবার কি বলছে আবহাওয়ার খবর? চলুন জেনে নেওয়া যাক।
আবহাওয়া দফতরের সূত্রে আগেই জানা গিয়েছিল বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যা বর্তমানে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের উপর এসে হাজির হয়েছে। এর জেরেই আরও জোরালো হচ্ছে বৃষ্টি। তবে আজ অর্থাৎ শুক্রবারের পর বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। যদিও হাওয়া অফিসের তরফ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ৭টি জেলার জন্য।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবারে। এমনকি পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়া জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। আগামী বেশ কিছুদিন এই বৃষ্টির পরিমাণ কমবেশি অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
বাঙালিদের সবচাইতে পছন্দের ভ্রমণের ডেস্টিনেশন হল উত্তরবঙ্গ। তবে এই সময় যদি আপনি উত্তরবঙ্গের ট্রিপ প্ল্যান করে থাকেন তাহলে কপালে দুর্ভোগ আছে। কারণ উত্তরবঙ্গের বেশি কিছু জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও উত্তর দিনাজপুর সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎপাত সহ বৃষ্টি অব্যাহত থাকবে।
আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আগামী ৪ঠা অগাস্ট পর্যন্ত বৃষ্টির প্রকোপ জারি থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলুপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।