Weather,West Bengal,Kali Puja,Dipabali,Cyclone,Wether Department,আবহাওয়া,আবহাওয়া দফতর,পশ্চিমবঙ্গ,কালীপুজো,দীপাবলি,ঘূর্ণিঝড়

কালীপূজোতে তুমুল ঝড়বৃষ্টি, কোন পথে ঘূর্ণিঝড়? বাংলায় কেমন প্রভাব পড়বে?

আশ্বিন-কার্তিক মানেই উৎসবের মরশুম। দূর্গাপুজো দিয়ে যে উৎসব শুরু হয় তার শেষ হয় ভাইফোঁটা দিয়ে। বাঙালি হিন্দুরা সারাটা বছর অপেক্ষা করে এই দুটো মাসের জন্য। জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া কত প্ল্যানিং যে থাকে তার ইয়ত্তা নেই। তবে চলতি বছরে দুর্গাপুজোটা বেশ ভালোই মাটি হয়েছে ঝড় বৃষ্টিতে। আর তাই অনেকেই ভেবেছিলেন দুর্গাপুজোর আনন্দটা না হয় কালীপুজোয় পুষিয়ে নেওয়া যাবে।

সূত্রের খবর, দুর্গাপুজোর পর এবার কালীপুজো, দীপাবলিও নাকি ভাসবে ঝড়বৃষ্টিতে। ঘূর্ণিঝড়ের অভিমুখ কি বাংলাদেশের দিকে ঘুরবে নাকি এই রাজ্যেই আছড়ে পড়বে? সাম্প্রতিক পাওয়া তথ্য বিশ্লেষণ করে আগামী কয়েক দিনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

ইতিমধ্যেই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে যে, সম্প্রতি তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর আন্দামান সাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের পার্শ্ববর্তী অঞ্চল এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। সম্ভবত এটি এরপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং গভীর নিম্নচাপে ঘনীভূত হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ২২ অথবা ২৩ শে অক্টোবরের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হবে এটি। এবং তার ঠিক পরদিনই অর্থাৎ ২৪ অক্টোবর, সোমবারের মধ্যেই পশ্চিম, মধ্য এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে দেখা যাবে ঘূর্ণিঝড়ের প্রকোপ। আবহাওয়া দফতর জানিয়েছে যে, এরপরদিনই নিম্নচাপটি ধীরে ধীরে অগ্রসর হবে উত্তর পূর্ব দিকে।

বাংলাদেশে যাওয়ার পথে ওড়িষা উপকূল ঘেঁষেই যাবে ঘূর্ণিঝড়টি। এবং এই পথে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি এই সময় তীব্র হবে এর গতিবেগও। জানা গেছে এই সময় ১০০ কিমি প্রতি ঘন্টারও বেশি থাকতে পারে এর গতিবেগ। আবহাওয়া দফতর আরো জানিয়েছে যে, আগামী ২৪ ও ২৫ অক্টোবর থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গে।

এরমধ্যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। ২৫ অক্টোবর বাড়বে বৃষ্টিপাতের পরিমাণও। খবর অনুযায়ী, এই সময় বাতাসের বেগ থাকবে ৪৫ থেকে ৫৫ কিমি প্রতি ঘন্টা। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরের জেলাতেও চলবে ঝোড়ো ইনিংস। যার মধ্যে বাতাসের বেগ প্রবল হওয়ার সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে। এখানে ৮০ ছাড়িয়ে ১০০ তে পৌঁছাতে পারে বলে খবর। ইতিমধ্যেই এই বিষয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

Avatar

Moumita

X