Papiya Paul

সভা করতে এসে নাচে-গানে সকলকে মাতিয়ে দিলেন সায়নী ঘোষ, ভাইরাল ভিডিও

চলতি বছরে বিধানসভা ভোটে হেরে গেলেও কিন্তু রাজনৈতিক মঞ্চ থেকে বিন্দুমাত্র সরে দাঁড়াননি সায়নী ঘোষ। একইভাবে সমান উদ্যোগে কাজ করে গেছেন তিনি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষের কাজে খুশি হয়ে তাঁকে করেছেন যুব নেত্রী। এবার আরো একবার উপ নির্বাচনের প্রচার নিয়ে বেজায় ব্যস্ত থাকতে দেখতে পাওয়া গেল যুব তৃনমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে।

   

শান্তিপুর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন ব্রজকিশোর গোস্বামী। রবিবার ব্রজকিশোর গোস্বামীর হয়ে ভোটের প্রচারে গিয়েছিলেন তৃণমূল তারকা নেত্রী সায়নী ঘোষ। গানে-বক্তৃতায় সকলকে মাতিয়ে দিলেন তিনি। বক্তৃতা দিতে দিতে “হৃদ মাঝারে” গান ধরলেন তিনি। এইদিন সবুজ পেড়ে সাদা শাড়ি এবং কালো ব্লাউজ পরে একেবারে আপনার এবং আমার ঘরের মানুষ হয়ে সকলের কাছে এসেছিলেন সায়নী ঘোষ। ভক্তের সংখ্যা যে নেহাতই কম নয়, তা এই সভা দেখেই বোঝা গিয়েছিলেন।

অন্যদিকে সোমবার গোসাবা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডলের সমর্থনে সভা করতে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে “খেলা হবে” গানের তালে তালে নাচলেন সায়নী ঘোষ। সঙ্গে নাচলেন দর্শকরাও। নাচের ফাঁকেই সকলের কাছে বার্তা দিলেন, ৩০ তারিখ গোসাবাতে খেলা হবে।

সায়নী ঘোষের এহেন উপস্থিতি এবং কার্যকলাপ দেখে অনেকেই আন্দাজ করছেন, আগামী কয়েক বছরের মধ্যেই দিদির অতি প্রিয় পাত্রী হতে চলেছেন সায়নী ঘোষ। এই ভাবে কাজ করলে খুব শীঘ্রই দলের বড় কোন পদে দেখতে পাওয়া যাবে তাঁকে। তবে তাঁর নিরলস কর্মদক্ষতা এবং প্রচেষ্টা যে তাঁকে এই জায়গায় দাঁড় করাবে, তা বলাই বাহুল্য।