টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,সব্যসাচী চৌধুরী,নতুন সিরিয়াল,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Sabyasachi Chowdhury,New Serial

Moumita

ঐন্দ্রিলার মৃত্যুশোক কাটিয়ে আবার কাজে ফিরছেন সব্যসাচী, ভক্তদের জন্য দারুন সুখবর

বাংলা টেলিভিশনে এখন নতুন নতুন ধারাবাহিকের আনাগোনা। TRP তালিকায় পিছিয়ে পড়লেই সেই সিরিয়াল বন্ধ করে তার জায়গায় নতুন সিরিয়াল নিয়ে আসছে চ্যানেলগুলি। উদাহরণস্বরূপ, পঞ্চমী, বাংলা মিডিয়াম, নিম ফুলের মধু’র মত ধারাবাহিকগুলি ভালোই টিআরপি এনেছে।

   

আর এবার খবর এসেছে, খুব শীঘ্রই আরো কয়েকটি ধারাবাহিক লঞ্চ করতে চলেছে স্টার জলসা। ইতিমধ্যেই ‘কমলা এবং শ্রীমান পৃথ্বীরাজ’ নামক একটি সিরিয়ালের অ্যানিমেশন টিজার প্রকাশ করে ফেলেছে স্টার জলসা। টলি পাড়ার খবর, এবার নাকি শ্যামাসঙ্গীত গায়ক সাধক রামপ্রসাদের (Ramprasad) উপর এক সিরিয়াল আনছে স্টার।

প্রসঙ্গত, এটা যদিও একেবারেই চমকানোর মত খবর নয়। তবে এর সাথে আরো যে খবরটি মিলেছে তা অবশ্যই উৎসাহ জাগানোর মত। জানা যাচ্ছে, এই সিরিয়ালের মূখ্য চরিত্রের জন্য অফার করা হয়েছে সব্যসাচী চৌধুরীর কাছে। তবে কি সত্যিই এবার কাজে ফিরছেন ঐন্দ্রিলার সব্য?

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,সব্যসাচী চৌধুরী,নতুন সিরিয়াল,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Sabyasachi Chowdhury,New Serial

পাশাপাশি বলে রাখি, এর আগে সব্যসাচীকে দেখা গিয়েছিল স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এ। এতে বামাক্ষ্যাপা চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। আর সেই সব্যসাচীর নিকটেই গিয়েছে ‘রামাপ্রসাদ’ ধারাবাহিকের মূখ্য চরিত্রের প্রস্তাব।

যদিও এই অফার তিনি গ্রহণ করেছেন কি না তা এখনও জানা যায়নি। কারণ গত মাসে ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর থেকে কার্যত নিজেকে বন্দি করে রেখেছেন তিনি। একটাবারের জন্যেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি সব্যসাচী। এমনকি সোশ্যাল মিডিয়া থেকেও সম্পূর্ণ দূরে সরে গেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, দু-দু’বার ক্যান্সারকে নক আউট করেও ব্রেইন স্ট্রোকের কাছে হেরে গেছিলেন ঐন্দ্রিলা। দীর্ঘ ২০ টা দিন লড়াই করেছিলেন মৃত্যুর সাথে। সেই সময়টা একটাবারের জন্যেও প্রেয়সীকে কাছছাড়া করেননি সব্যসাচী। সেই প্রিয়তমার মৃত্যুর পর একপ্রকার নির্বাসনেই চলে গিয়েছেন সব্যসাচী। আর এবার যদি নির্বাসন কাটিয়ে তিনি সত্যিই ফিরে আসেন তাহলে এর চেয়ে বড় সুখবর আর কিছু হয়না।