বড়ো খবর,স্কলারশিপ,নবান্ন স্কলারশিপ,উত্তরকন্যা স্কলারশিপ,বিকাশমান স্কলারশিপ,Big News,Nabanna Scholarship,Uttarkanya Scholership,Bikashvaban Scholership

Moumita

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পড়ুয়াদের জন্য বড়ো খবর, নবান্ন স্কলারশিপে মিলবে ১০০০ টাকা, রইলো বিস্তারিত

কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল‌। এমতাবস্থায় পড়ুয়াদের মধ্যে শুরু হয়ে গেছে কে কী নিয়ে পড়বে তার খোঁজখবর। প্রতিবছরই দেখা যায় বহু মেধাবী পড়ুয়া টাকার অভাবে পড়াশোনা করতে পারেনা। এবার তাদের সমস্যারই সুরাহা করতে নতুন স্কলারশিপ চালু করলো রাজ্য সরকার। আজ এই প্রতিবেদনে এমনই এক স্কলারশিপ সম্পর্কে বিশদে আলোচনা করবো। স্কলারশিপটি সাধারণত ‘নবান্ন স্কলারশিপ’ এবং ‘উত্তরকন্যা স্কলারশিপ’ বলেই বিশেষ পরিচিত।

   

প্রসঙ্গত উল্লেখ্য, আবেদনকারীদের মাধ্যমিকের ক্ষেত্রে নূন্যতম ৬৫ শতাংশ, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ৬০ শতাংশ এবং স্নাতকস্তরের যে কোনো শাখায় ৫৫ শতাংশ নম্বর থাকতেই হবে।

কত টাকা পাওয়া যাবে : জানিয়ে রাখি, নবান্ন স্কলারশিপের জন্য নির্বাচিত পড়ুয়ারা প্রতিবছর সর্বনিম্ন ১০,০০০ টাকা পাবেন। যদিও কোর্স এর রকমফেরে তাদের সময়সীমা এবং খরচ অনুযায়ী এই স্কলারশিপে টাকার পরিমাণ নির্ধারিত হয়।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস: আবেদনকারীকে যে সমস্ত ডকুমেন্টস সাথে রাখতে হবে সেগুলি হলো :-

১) নবান্ন স্কলারশিপের আবেদনপত্র

২) Self Declaration Copy

৩) পরীক্ষার মার্কশিট

৪) কোনো সরকারি গেজেটেড অফিসার দ্বারা বার্ষিক আয়ের সার্টিফিকেট

৫) বর্তমান কোর্সে ভর্তির রশিদ

৬) নিজের পাসপোর্ট সাইজের ছবি

৭) এলাকার বিধায়কের কাছ থেকে প্রাপ্ত শংসাপত্র (MLA Recommendation Certificate)

কীভাবে আবেদন করবেন: খুব সহজেই অনলাইন মাধ্যবে আবেদন করতে পারবেন। জানিয়ে রাখি নবান্ন স্কলারশিপের জন্য প্রথমে www.wbcom.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে নিন। যথাযথ জায়গায় সঠিক তথ্য দিয়ে ভরে ফেলুন ফর্মটি। নির্দিষ্ট জায়গায় বসান পাসপোর্ট সাইজের ছবিটি। এরপর নির্দিষ্ট ঠিকানায় জমা দিন আপনার আবেদন পত্র। তবে এক্ষেত্রে Received Copyটি কাছে রাখতে ভুলবেন না।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা (নবান্ন): উল্লেখ্য, নবান্ন স্কলারশিপের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা হলো: Nabanna,14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah, 711102।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা (উত্তরকন্যা): উত্তরকন্যার স্কলারশিপের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: Uttarkanya, P.O.Satellite Township, Fulbari, Jalpaiguri -734015.

আবেদনের সময়সীমা: নবান্নের জন্য এখনও পর্যন্ত আবেদনের কোনো শেষ তারিখ উল্লেখ করা হয়নি।

এছাড়াও জানিয়ে রাখি, মাধ্যমিক থেকে স্নাতকস্তরের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আরও একটি স্কলারশিপ যেটি বিকাশভবন স্কলারশিপ কিংবা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ নামে সমধিক পরিচিত। এই স্কলারশিপে ৫ হাজার টাকা পর্যন্ত পাবে নির্বাচিত পড়ুয়ারা। উল্লেখ্য, এই স্কলারশিপের আবেদন চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ এই যে, যারা বিকাশভবন স্কলারশিপে আবেদন করবেন তারা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেননা।