নিউজশর্ট ডেস্কঃ জগন্নাথদেবের রথের রশিতে টান পড়া মানেই দুর্গাপুজোর (Durgapuja) কাউন্ট ডাউন শুরু। পুজোর আর হাতে গোনা নব্বই দিন বাকি। প্যান্ডেলে প্যান্ডেলে ইতিমধ্যেই খুঁটি পুজোর শুভারম্ভ হয়ে গেছে। এই পরিস্থিতিতে বাঙালির মন জুড়ে থাকা টিভি চ্যানেলের মহালয়ায় দুর্গা বা মহিষাসুরমর্দিনী (Mahishasura Mardini) কে হবেন, তা নিয়ে শুরু হচ্ছে জোরদার চর্চা। এরই মাঝে জোর চর্চায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নাম।
মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর শোনার রীতি যুগ যুগ ধরে চলে আসছে, তেমনই আজকাল টেলিভিশনের পর্দায় মহালয়ার অনুষ্ঠান দেখতে কম উৎসাহ থাকে না দর্শকদের। সুতরাং, চুপ করে বসে নেই টিভি চ্যানেলগুলিও। প্রতি বছর মহালয়ার ভোর নিয়ে চ্যানেলে চ্যানেলে চলে জোরদার টক্কর। ঘুম চোখে মহালয়ার অনুষ্ঠান দেখতে ওত পেতে বসে থাকেন সকলে।
কোন চ্যানেলে দুর্গা রূপে শুভশ্রী ?
আসলে কোন চ্যানেলে কে দূর্গা হচ্ছে এই নিয়ে বেশ উৎসাহে থাকেন দর্শকেরা। পছন্দের নায়িকাকে দেবী দূর্গা রূপে দেখার সাধ থাকে অনেকেরই। বিগত কয়েক বছরে কখনো সৌমিতৃষা কুন্ডু, কখনো শ্বেতা ভট্টাচার্য তো কখনো দিতিপ্রিয়া রায়কে দেখা গিয়েছিল দূর্গা হিসাবে। তাহলে এবছর কে হবেন মহিষাসুরমর্দিনী?
যেমনটা জানা যাচ্ছে, এবছর মহিষাসুরমর্দিনী হিসাবে ছোটপর্দায় ফিরছেন রাজ ঘরণী। ২০২১, ২০২২ সালের পর ২০২৪-এ ফের একবার দেবী দুর্গার অবতারে ধরা দেবেন শুভশ্রী গঙ্গোধ্যায়। গত বছর অন্তঃসত্ত্বা শুভশ্রী মহালয়ার অনুষ্ঠানের অংশ নিতে পারেননি। এক বছরের বিরতির পর জি বাংলাতেই ফিরছেন তিনি। এই বছর জি বাংলার মহালয়া স্পেশ্যাল অনুষ্ঠানের নাম ‘নবরূপে দেবী দুর্গা’। সেখানেই মহিষাসুরদলনী হয়ে সামনে আসবেন তিনি।
আরও পড়ুনঃ ৩ মাসেই বন্ধ হচ্ছে মেগা! কামব্যাক প্রসঙ্গে সিরিয়াল ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক ইন্দ্রানী হালদার
শুভশ্রীর পাশাপাশি জি বাংলার লিডিং লেডিদেরও এই অনুষ্ঠানে দেখা যাবে দেবী দুর্গার অন্যান্য রূপে। দেবীর মতো নয়টি রূপ তুলে ধরা হবে। অর্থাৎ শ্বেতা,পল্লবী, অঙ্কিতারাও অংশ হবেন ‘নবরূপে দেবী দুর্গা’য় ।
মহালয়ার শ্যুটিং এখনও শুরু হয়নি। কিন্তু বর্তমানে চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একাধিক ছবিতে অভিনয় করছেন তিনি। আগস্ট মুক্তি পাবে তাঁর অভিনীত বাবলি ছবিটি। এছাড়াও আরও একটি ছবির শ্যুটিং চলছে শুভশ্রীর। তবে রাজ চক্রবর্তীর পরিচালনায় সেই ছবির নাম এখনও সামনে আসে নি।