Papiya Paul

পেট্রোলের থেকেও দামি চিনি, নাভিশ্বাস পাক আমজনতার

পাকিস্তানের দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে অতিরিক্ত হারে। আমাদের ভারতবর্ষে যেখানে পেট্রোলের দাম আকাশছোঁয়া, তেমনি পাকিস্তানর চিনির দাম পার করেছে দেড় শত টাকা। চিনির দাম পেট্রোলের দামকেও হার মানিয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে আনার জন্য যতই আসুক না কেন সরকার, কোনভাবেই স্বস্তি পাচ্ছেনা পাক জনতা। বর্তমানে পাকিস্তানের পেট্রোলের দাম ১৩৮ টাকা এবং চিনির দাম ১৫০ টাকা। পাশাপাশি আটা, চাল এবং গম এই সবকিছুর দাম ছুঁয়েছে আকাশ।

   

বুধবার দৈনিক সামগ্রিক দাম নিয়ন্ত্রণ করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ১২০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। দিদিকে পাকিস্তানে ইতিহাসে সবথেকে বড় জনকল্যাণ যোজনা বলে ঘোষণা করেছেন। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, এই যোজনায় মাধ্যমে দেশের প্রত্যেকটি পরিবার আগামী ছয় মাস পর্যন্ত ৩০ শতাংশ কম দামে কিনতে পারবে আটা, ডাল, ঘি এবং গম।

পাশাপাশি প্রধানমন্ত্রী আরো বলেন, সরকার ২ কোটি পরিবারকে আগামী ছয় মাস পর্যন্ত সস্তায় নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য সাহায্য করবে, এর জন্য সরকার ঘোষণা করেছে প্রায় ১২০ কোটি টাকা। এই পরিকল্পনার ফলে দেশের ১৩ কোটি মানুষ উপকৃত হবেন।

উল্লেখ্য, বর্তমানে পাকিস্তান চরম অর্থনীতি সংকটে ভুগছে তাই বিদেশি মুদ্রার ভান্ডার পূরণ করার জন্য সম্প্রতি সৌদি আরবের কাছে সাহায্য চাইতে হয়েছে পাকিস্তানকে। আপাতত সৌদি আরবের ঋণের টাকায় এই সাবসিডি প্রকল্প যোজনা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।