Arijit

রাহানে-পূজারার ব্যর্থতার জন্য রবি শাস্ত্রীকে একহাত নিলেন সুনীল গাভাস্কার, বললেন…

এই মুহূর্তে ভারতীয় দল ভালো পারফরম্যান্স করলেও ভারতের চিন্তার কারণ দলের দুই প্রধান ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা এবং আজিঙ্কা রাহানের খারাপ ফর্ম। ভারতের অন্যান্য ব্যাটসম্যানরা প্রায় সকলেই রান পাচ্ছেন। ফর্মে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলিও। কিন্তু এখনো পর্যন্ত খারাপ ফর্ম অব্যাহত রাহানে এবং পূজারার। যার ফলে ক্রমশ চিন্তা বাড়ছে ভারতীয় দলের। আর এর জন্য ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকেই দায়ী করলেন প্রাপ্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার।

   

সুনীল গাভাস্কার এর মতে, পূজারা এবং রাহানে অবশ্যই বিশ্বমানের ব্যাটসম্যান কিন্তু এই দুই ব্যাটসম্যানের টেকনিকে ভুল রয়েছে। এই বিষয়টা নিয়ে আরও চিন্তাভাবনা করতে হবে। তবে এই বিষয়ে গাভাস্কার রাহানে এবং পূজারার থেকেও বেশি দায়ী করেছেন রবি শাস্ত্রী এবং বিক্রম রাঠোরকে।

গাভাস্কার মনে করেন, “বারবার আউট সুইংয়ে পরাস্ত হয়েছেন রাহানে। সেই অস্ট্রেলিয়া সফর থেকে শুরু হয়েছে এখনো রাহানের এই অসুবিধা ঠিক হয়নি। এটা দেখা উচিৎ দলের কোচদের। কারন একজন ব্যাটসম্যান যখন বারবার একই ভাবে আউট হয় তখন টেকনিকের যতটা ভুল ততটাই ব্যর্থতা কোচেদের।” অর্থাৎ নাম না করে হেডকোচ রবি শাস্ত্রী এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকেই একহাত নিয়েছেন সুনীল গাভাস্কার।