এবার আইপিএলে একেবারেই ছন্দে নেই মুম্বই ইন্ডিয়ান্স। সবার প্রথম আইপিএল থেকে ছিটকে গিয়েছে রোহিত শর্মার দল। তবে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্লপ হলেও আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে রোহিত শর্মার দলের তিলক ভার্মা।
এবার আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন মুম্বাইয়ের তিলক ভার্মা। এবার আইপিএলে উঠতি তরুণ প্রতিভাদের মধ্যে অন্যতম হলেন মুম্বাইয়ের এই ব্যাটসম্যান। তাঁর প্রশংসা শোনা গিয়েছে দলের অধিনায়ক রোহিত শর্মার মুখে। তরুণ এই ক্রিকেটারের ব্যাটিংয়ে মুগ্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্করও। তাঁর মতে, ভারতের হয়ে সব ফরম্যাটের ক্রিকেটে ভাল ব্যাটার হয়ে ওঠার সমস্ত গুণ রয়েছে তিলকের মধ্যে।
এইদিন এক টেলিভিশন শোয়ে তিলকের প্রসঙ্গে গাওস্কর বলেন, ‘‘তিলকের মানসিকতা খুবই ইতিবাচক। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ওর ইনিংসটা ধরা যাক। ও এমন একটা সময়ে ব্যাট করতে নেমেছিল যখন দল চাপে ছিল। কিন্তু শুরুতে ও সিঙ্গল, ডাবলস নিয়ে স্কোরবোর্ড সচল রাখে। তার পরে হাত সেট হয়ে গেলে বড় শট খেলা শুরু করে। এর থেকেই বোঝা যাচ্ছে ওর পরিকল্পনা কতটা স্পষ্ট।’’