Arijit

“দেশের হয়ে না খেলে বিশ্রাম নিলেই টাকা কাটুক রোহিত, বিরাটদের”, বিস্ফোরক গাভাস্কার

এই মুহূর্তে অনেক বেশি ক্রিকেট খেলা হচ্ছে। আইসিসির টুর্নামেন্ট, দ্বিপক্ষীয় সিরিজ আইপিএল সব মিলিয়ে ক্রিকেটাররা সারা বছরই খেলে চলেছে। আর সেই কারণে এবার ভারতীয় ক্রিকেটারদের ঘনঘন বিশ্রাম দেওয়া হচ্ছে। আর এই নিয়েই এবার ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের উপর রেগে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর।

   

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম নিয়েছিলেন বিরাটরা। ইংল্যান্ড সিরিজের পর ভারতীয় দল যাবে ক্যারিবিয়ান সফরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল। সেই সফরে এক দিনের সিরিজে খেলবেন না রোহিত শর্মা, বিরাট কোহলী, যশপ্রীত বুমরা, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্যর মতো সিনিয়ররা। বাকিরা টি-টোয়েন্টি সিরিজে ফিরলেও বিরাট হয়তো সেখানেও বিশ্রাম নেবেন।

এইদিন গাভাস্কার বলেন, “ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ায় বিশ্বাসী নই আমি। আইপিএলের সময় তো কেউ বিশ্রাম চায় না। তা হলে ভারতের হয়ে খেলার সময় কেন বিশ্রাম চাই? এই বিশ্রাম নেওয়ার ব্যাপারে বোর্ডের ভাবা উচিত। গ্রেড ‘এ’ ক্রিকেটাররা প্রচুর টাকা পায়। বিশ্রাম নিতে হলে প্রাপ্য অর্থও কম নিতে হবে।”