টলিউড,বিনোদন,গসিপ,প্রজাপতি,দেব,মিঠুন চক্রবর্তী,অভিজিৎ সেন,Tollywood,Entertainment,Gossip,Projapoti,Mithun Chakraborty,Abhijit Sen,New Movie,নতুন ছবি

Moumita

নন্দন জায়গা না দিলেও গোটা দেশজুড়ে উড়ছে দেব-মিঠুনের ‘প্রজাপতি’, নতুন বছরে আরো এক খুশির খবর দিলেন অভিনেতা

এইমুহুর্তে বাংলার গণ্ডি পার করে গোটা দেশের আকাশে উড়ছে দেব-মিঠুনের ‘প্রজাপতি’। গত বছরের ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। আর তারপর থেকেই আলোচনায় রয়েছে ছবির দুই মূখ্য অভিনেতা দেব অধিকারী (Dev Adhikari) এবং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

   

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর পর বাবা-ছেলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে মিঠুন এবং দেব। শুধু তাই নয়, মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির চার দশক পর এই ছবিতে একসাথে স্ক্রিন শেয়ার করেছেন মিঠুন এবং অভিনেত্রী মমতা শঙ্কর। ছবি নিয়ে উন্মাদনার এটাও ছিল অন্যতম প্রধান কারণ‌।

যাইহোক, এরপর জল গড়িয়েছে বহুদূর। রাজনৈতিক কারণে বাংলায় হল পাওয়া নিয়েও তৈরি হয়েছে জটিলতা। কিন্তু অবাক করা বিষয় হল, এই ছবিটিই গড়ে ফেলেছে নতুন রেকর্ড। বাংলা তো বটেই, পাশাপাশি দেশের অন্যান্য রাজ্য যেমন দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরেও প্রজাপতির জন্য ঝুলছে হাউসফুল বোর্ড।

টলিউড,বিনোদন,গসিপ,প্রজাপতি,দেব,মিঠুন চক্রবর্তী,অভিজিৎ সেন,Tollywood,Entertainment,Gossip,Projapoti,Mithun Chakraborty,Abhijit Sen,New Movie,নতুন ছবি

 

সাম্প্রতিক সময়ে কোনও বাংলা ছবিই একসঙ্গে সারা ভারতে হাউজফুল হয়নি। সেই ক্ষেত্রে এই ছবি যে রেকর্ড গড়েছে তা বলাই বাহুল্য। এদিন ফেসবুক লাইভে এসে দেব-অতনু, এবং অভিজিৎ ত্রয়ী জানিয়েছেন গোটা দেশজুড়ে হৈ হৈ করে প্রজাপতি দেখতে যাওয়ার গল্প।

আর এই খুশির মধ্যেই বছরের প্রথম দিনে আরো এক সুখবর ঘোষণা করলেন দেব। অভিনেতা এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২২ ডিসেম্বর ২০২৩, আমরা ফিরছি আমাদের স্বপ্নের ছবি নিয়ে। ছবির নাম ও অভিনেতা-অভিনেত্রীদের নাম ঘোষণা করা হবে শীঘ্রই।’

টলিউড,বিনোদন,গসিপ,প্রজাপতি,দেব,মিঠুন চক্রবর্তী,অভিজিৎ সেন,Tollywood,Entertainment,Gossip,Projapoti,Mithun Chakraborty,Abhijit Sen,New Movie,নতুন ছবি

তার সাথে শেয়ার করেছেন দুটি ছবি। যাতে দেখা যাচ্ছে, দেবের সঙ্গে রয়েছেন অতনু রায় চৌধুরী ও অভিজিৎ সেন। অর্থাৎ ‘টনিক ও প্রজাপতি’র সাফল্যের পর আগামী বছরের শেষেও পর্দায় ফিরবে এই ত্রয়ী। যদিও ছবি প্রসঙ্গে এরচেয়ে বেশি কিছু বলেননি দেব। শুধু এটুকু জানিয়েছেন, এটাই নাকি তার ড্রিম প্রজেক্ট।