Additiya

একসময় বাঁধতেন বিড়ি, পাশ করেননি মাধ্যমিকও! এই কেরালার ছেলে হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারক

অভাবের জেরে ছোট থেকে করেছেন বহু কষ্ট। কোনোদিনও স্কুলমুখী হতে পারেননি। সংসার চালাতে বেঁধেছেন বিড়ি। করেছেন হাউজকিপিংয়ের কাজ। আজ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক কোর্টের বিচারক। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক কোর্টের বিচারক হলেন এক ভারতীয় বংশোদ্ভূত। নাম সুরেন্দ্রন কে পাত্তেল। ৫১ বছরের ওই ব্যক্তি সম্প্রতি আমেরিকার টেক্সাসের একটি জেলা আদালতের বিচারক নির্বাচিত হয়েছেন।

   

জানা যাচ্ছে, কেরলের কাসারগড়ের বাসিন্দা সুরেন্দ্রন কে পাত্তেল। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে ক্লাস টেনে’র পর পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন তিনি।। তার পর সংসার চালাতে কখও বেঁধেছেন বিড়ি তো কখনও আবার করেছেন দিনমজুরের কাজ। তবুও দারিদ্রতার কাছে হেরে যাননি তিনি। বহু কষ্ট করে পয়সা জমিয়ে ফের পড়াশোনা শুরু করেন। এমনকি এলএলবি পড়া কালিন একটি হোটেলেও কাজ করেছেন তিনি।

মিললও সাফল্য।বর্তমানে তিনি আমেরিকার আদালতের বিচারক। ৫১ জনকে পেছনে ফেলে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন সুরেন্দ্রন কে পাত্তেল। নিজের বিষয়ে বলতে গিয়ে তিনি জানান,” ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। টাকা পয়সার অভাবে পড়াশুনো করতে পারিনি। একটা সময় সংসার চালাতে বিড়ি বাঁধার কাজ করেছি। বাধ্য হয়ে ছেড়ে দিতে হয় পড়াশুনো। তারপর কিছু টাকা জমিয়ে ফের পড়াশোনা শুরু করি। প্রথমে স্নাতক। তারপর এলএলবি কোর্সে ভর্তি হই। সে সময়ে নিজের খরচ চালানোর জন্য একটি হোটেলেও কাজ করেছি।”

“পাশ করার পরে আইনজীবী হিসাবে প্র্যাকটিস শুরু করি। কিন্তু থেমে যায়নি জীবনের লড়াই। এর পর বিয়ে হয়। স্ত্রী দিল্লিতে কর্মরত ছিলেন। তাই আমিও চলে যাই দিল্লিতে। কাজের সূত্রে স্ত্রী আমেরিকায় গেলে আমিও তাঁর সঙ্গে আমেরিকা যাই । সেখানে গিয়ে এলএলএম কোর্সে ভর্তি হই । সেটা পাশ করার পরে আমেরিকায় আইনজীবী হিসেবে কাজ শুরু করি । আর এই করতে-করতেই জেলা আদালতের বিচারক নির্বাচিত হই।”