টলিউড,বিনোদন,গসিপ,স্বস্তিকা মুখোপাধ্যায়,সন্ত মুখোপাধ্যায়,নতুন বছর,সোশ্যাল মিডিয়া,Tollywood,Entertainment,Gossip,Swastika Mukherjee,Santu Mukherjee,New Year,Social Media

Moumita

‘শুধু কাঁধে হাতটুকু থাকলেই হল’, নতুন বছরে প্রয়াত বাবার জন্য আবেগঘন পোস্ট স্বস্তিকার

ইতিমধ্যেই ২০২২ সালকে পেছনে ফেলে নতুন বছরে পা দিয়ে ফেলেছি আমরা। কাটিয়ে ফেলেছি নতুন বছরের প্রথম দিনটা। এবার পুরোনো যা কিছু খারাপ, যা কিছু কষ্টের তাকে পেছনে ফেলে ভালো এবং সুন্দর জিনিসকে নতুন করে সাজিয়ে জীবনে এগিয়ে যাওয়ার পালা।

   

আর সাধারণত জীবনের এই শুভারম্ভটা আমরা নিজেদের প্রিয়জনদের সাথেই করতে চাই। এই চাওয়ার ব্যতিক্রম নন তারকারাও। সাধারণ মানুষের মত তারাও চান, গুরুজনদের আশির্বাদ এবং প্রিয়জনদের ভালোবাসাকে সঙ্গী করে নতুন বছরের সূচনা করতে। ব্যতিক্রম নন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও (Swastika Mukherjee)।

কিন্তু চাইলেই তো আর সবকিছু পাওয়া যায়না। এইদিনটা বাবা সন্ত মুখোপাধ্যায়কে বড্ড কাছে চাইলেও আর সেই উপায় নেই যে। তিনি যে বহুদিন আগেই সবাইকে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন‌। আর তাই বাবার একটি পুরোনো ছবি পোস্ট করেই তাঁকে স্মরন করলেন অভিনেত্রী।

এইদিন নিজের ফেসবুক প্রোফাইলে প্রয়াত সন্ত মুখোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘১ জানুয়ারি, ২০১৭। শুধু সময় যদি থমকে যেত। সব কিছুর সঙ্গে লড়াই করে নেওয়া যায়, কাঁধের ওপর হাতটুকু থাকলেই হল।’ তিনি যে তার বাবাকে বড্ডো বেশিই মিস করছেন তা বলাই বাহুল্য।

টলিউড,বিনোদন,গসিপ,স্বস্তিকা মুখোপাধ্যায়,সন্ত মুখোপাধ্যায়,নতুন বছর,সোশ্যাল মিডিয়া,Tollywood,Entertainment,Gossip,Swastika Mukherjee,Santu Mukherjee,New Year,Social Media

প্রসঙ্গত, ২০২০ সালের ১১ মার্চ প্রয়াণ ঘটে বাংলা সিনে দুনিয়ার অন্যতম তাবড় ও বর্ষীয়াণ অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৯ বছর। দীর্ঘ কেরিয়ারে উপহার দিয়েছেন একাধিক সুপারহিট ছবি। কাজ করেছেন উত্তম কুমার, সৌমিত্র চট্ট্যোপাধ্যায়, মাধবী মুখ্যোপাধ্যায়ের মতো কিংবদন্তিদের সাথে।

টেলিভিশন থেকে বড়ো পর্দা সবকিছুই ছিল তার কাছে জলভাত। পোড় খাওয়া অভিনেতা ছিলেন তিনি। বাবার দেখাদেখি মেয়েও পা রাখেন অভিনয় জগতে। তিনি তো এখন টলিউড থেকে বলিউড সব জায়গাতেই নিজের ছাপ ফেলে গেছেন। স্বস্তিকার বিতর্কিত মন্তব্য নিয়ে যতই জলঘোলা হোক, বাবার মত তার অভিনয় দক্ষতার উপরেও প্রশ্ন তোলে এমন সাধ্য কঠোর সমালোচকদেরও নেই।