বিক্রম,টলিউড,বিনোদন,সেরা সিনেমা,রাজপুত্রান,সেথু,ঢুল,জেমিনি,আই,আন্নিয়ান,রাভানান,ইরু মুগান,Vikram,Tollywood,Entertainment,Top cinema,Rajaputhran,Sethu,Gemini,I,Anniyan,Ravanan,Saamy,Dhool,Iru Mugan

কখনো হিরো আবার কখনো ভিলেন, রইল সাউথ সুপারস্টার বিক্রমের সুপারহিট ৯ সিনেমার তালিকা

তামিল সুপারস্টার বিক্রমকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির ‘মিস্টার পারফেকশনিস্ট’ও বলা হয় । উল্লেখযোগ্যভাবে, দক্ষিণে বিক্রমের একটি বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে, সেইসঙ্গে তিনি ‘অপরিচিত’-এর মতো হিট ছবির কারণে উত্তর ভারতেও বেশ জনপ্রিয়। তিনি তামিলের পাশাপাশি তেলেগু, মালায়ালাম এবং হিন্দি সিনেমাতেও তার অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন। নিজের দুর্দান্ত অভিনয়ের জোরে এ পর্যন্ত ৭ টি ফিল্মফেয়ার পুরস্কার, ১ টি জাতীয় পুরস্কার এবং ১ টি তামিলনাড়ু চলচ্চিত্র পুরস্কার নিজের নামে করেছেন এই অভিনেতা। এছাড়াও তিনি ২০০৪ সালে তামিলনাড়ু সরকার কর্তৃক ‘কালাইমামানি পুরস্কার’ এবং ২০১১ সালের মে মাসে পিপলস ইউনিভার্সিটি অব মিলান দ্বারা অনারারী ডক্টরেট উপাধি পান। ২০১৬ এবং ২০১৮ সালে ‘ফোর্বস ইন্ডিয়া টপ১০০ সেলিব্রিটি’ তালিকাতেও জায়গা করে নিয়েছেন বিক্রম।

বিক্রম ১৯৬৬ সালের ১৭ এপ্রিল চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন। তার আসল নাম কেনেডি জন ভিক্টর। তার বাবা জন ভিক্টর ওরফে বিনোদ রাজ চলচ্চিত্র জগতে নিজের নাম প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়ে যান। কিন্তু তার এই প্রচেষ্টা সফল না হলেও নিজের ছেলে বিক্রমকে সুপারস্টার বানাতে বদ্ধপরিকর ছিলেন। তাই তিনি বিক্রমকে থিয়েটার, ক্লাসিক্যাল ডান্স এবং সিনেমা জগতে একজন ভালো অভিনেতার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পী তৈরি হওয়ার জন্য পেশাগতভাবে প্রশিক্ষণ নিতে অনুপ্রাণিত করতে থাকেন। প্রসঙ্গত বিক্রমের মা রাজেশ্বরী ছিলেন একজন সাব-কালেক্টর এবং তার ভাই থিয়াগরাজন তামিল চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত পরিচালক ও অভিনেতা।

তার অভিনীতি প্রথম চলচ্চিত্র ছিলো এন কাদাল কানমানি (১৯৯০), ছবিতে একটি ছোট ভূমিকার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। তবে ‘ধ্রুবম’ ছিল তার প্রথম ‘সুপারহিট’ ছবি। এরপর তিনি ছোটো বাজেটের কিছু তামিল, তেলুগু এবং মালয়লাম ভাষার চলচ্চিত্রে কাজ করলেও সেগুলো সেরকম নজরে আসেনি। এছাড়াও বিক্রম অভিনীত আরও কিছু জনপ্রিয় সিনেমার চরিত্রের সাথে আজ পরিচয় করা যাক।

১) রাজপুত্রান:- ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত মালায়লাম ছবি ‘রাজপুত্রান’ হল বিক্রমের সেরা ছবিগুলির মধ্যে একটি। সেই সময় এই ছবি বক্স অফিসে ‘সুপারহিট’ হয়েছিল।

বিক্রম,টলিউড,বিনোদন,সেরা সিনেমা,রাজপুত্রান,সেথু,ঢুল,জেমিনি,আই,আন্নিয়ান,রাভানান,ইরু মুগান,Vikram,Tollywood,Entertainment,Top cinema,Rajaputhran,Sethu,Gemini,I,Anniyan,Ravanan,Saamy,Dhool,Iru Mugan

২) সেথু:- ১৯৯৯ সালের তামিল চলচ্চিত্র সেথু যার পরিচালনায় ছিলেন ‘বালা’ বিক্রমের চলচ্চিত্র ক্যারিয়ারে মাইলফলক হিসেবে কাজ করে, চলচ্চিত্রটিতে বিক্রম একজন ভদ্র মাস্তান চরিত্রে অভিনয় করেছিলেন যে একটি সহজ-সরল মেয়ের প্রেমে পড়ে। সালমান খানের ছবি ‘তেরে নাম’ ছিল এই তামিল ছবির রিমেক।

বিক্রম,টলিউড,বিনোদন,সেরা সিনেমা,রাজপুত্রান,সেথু,ঢুল,জেমিনি,আই,আন্নিয়ান,রাভানান,ইরু মুগান,Vikram,Tollywood,Entertainment,Top cinema,Rajaputhran,Sethu,Gemini,I,Anniyan,Ravanan,Saamy,Dhool,Iru Mugan

৩) জেমিনি :-২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জেমিনি’ ছিল বিক্রমের ক্যারিয়ারের দ্বিতীয় ‘ব্লকবাস্টার’ ছবি । এই ছবিটি তখন বক্স অফিসে দূর্দান্ত ব্যবসা করে যা সেই সময়কার সব রেকর্ড ভেঙে দিয়েছিলো।

বিক্রম,টলিউড,বিনোদন,সেরা সিনেমা,রাজপুত্রান,সেথু,ঢুল,জেমিনি,আই,আন্নিয়ান,রাভানান,ইরু মুগান,Vikram,Tollywood,Entertainment,Top cinema,Rajaputhran,Sethu,Gemini,I,Anniyan,Ravanan,Saamy,Dhool,Iru Mugan

৪) ঢুল:- এটি ছিল বিক্রমের ক্যারিয়ারের তৃতীয় ব্লকবাস্টার ছবি। এই তামিল অ্যাকশন কমেডি ছবি ২০০৩ সালে মুক্তি পায়। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন গেছজ্যোথিকা।

৫)সামি:- ২০০৩ সালেই বিক্রমের আরেকটি ছবি মুক্তি পায়। এই ছবির নাম ছিল ‘সামি’ । এই অ্যাকশন ফিল্মটিও বক্স অফিসে বাণিজ্যিকভাবে সফল হয়েছিলো।

৬)আন্নিয়ান:- এটি বিক্রমের চলচ্চিত্র জগতের অন্যতম সেরা ছবি। উত্তরভারতের দর্শকদের কাছে এই ছবিটি ‘অপরিচিত’ নামেই বিখ্যাত। মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার’ যুক্ত একজন আদর্শবাদী আইনজীবীর চরিত্রে তিনি আন্নিয়ান চলচ্চিত্রে অভিনয় করেন। বলাইবাহুল্য ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল।

বিক্রম,টলিউড,বিনোদন,সেরা সিনেমা,রাজপুত্রান,সেথু,ঢুল,জেমিনি,আই,আন্নিয়ান,রাভানান,ইরু মুগান,Vikram,Tollywood,Entertainment,Top cinema,Rajaputhran,Sethu,Gemini,I,Anniyan,Ravanan,Saamy,Dhool,Iru Mugan

৭) রাভানান:- ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত তামিল অ্যাকশন ছবি ‘রাভানান’ বক্স অফিসে ‘ঝড় তুলেছিলো। এই তামিল ছবির হিন্দি রিমেক ছিল ‘রাবন’। ব্লকবাস্টার এই ছবিতে মূখ্য ভূমিকায় ছিলেন বিক্রম, ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চন।

৮) আই:- ‘আই’ এমন একটি ছবি যার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু টলিউডেরই নয়, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিরও আসল ‘মিস্টার পারফেকশনিস্ট’ । এই ছবিতে তার বলিষ্ঠ অভিনয় দিয়ে আবারও একবার দর্শকদের মন জিতে নিয়েছিলেন বিক্রম। তামিল ও হিন্দি ভাষায় মুক্তিপ্রাপ্ত এই ছবিটিও ছিল ব্লকবাস্টার হিট।

৯)ইরু মুগান:- ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইরু মুগান’ ছিল বিক্রমের শেষ ‘সুপারহিট’ ছবি। এই তামিল সায়েন্স ফিকশন এই ছবিটি বক্স অফিসে নজরকাড়া ব্যবসা করেছে।

Avatar

Moumita

X