বাংলা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বাংলার হয়ে খেলার সমস্ত সম্ভবনা উড়িয়ে দিলেন ঋদ্ধি

রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্বে বাংলার রঞ্জি দলে ঋদ্ধিকে অন্তর্ভুক্ত করা হলেও ঋদ্ধি সরাসরি জানিয়ে দেন তিনি আর বাংলা দলে খেলবেন না। বাংলা ছেড়ে অন্য রাজ্যের হয়ে খেলার কথা জানিয়ে দিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। তারপর ঋদ্ধিকে অনেকেই অনুরোধ করেছিলেন বাংলার হয়ে খেলার জন্য অনুরোধ। ঋদ্ধিকে বাংলার হয়ে খেলার জন্য অনুরোধ করেছিলেন বাংলার কোচ অরুনলাল।

তারপরও অনেকেই ভেবেছিলেন এবার হয়তো নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন ঋদ্ধি। তবে এইদিন বাংলা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বাংলার হয়ে খেলার সমস্ত সম্ভাবনায় জল ঢেলে দিলেন ঋদ্ধিমান সাহা। সূত্রে খবর, ঋদ্ধির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁকে আর অনুরোধও করবে না কেউই।

বাংলা দল ছাড়ার কারণ হিসেবে ঋদ্ধিমান সাহা জানিয়েছেন বাংলা দলের এক কর্তা তাকে চূড়ান্ত অপমান করেছিলেন। আর সেই কারণেই তিনি বাংলা ছেড়ে অন্য রাজ্যের খেলার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে আইপিএল শেষ হওয়ার পর কলকাতায় ফিরেই ‘এনওসি’ চাইতে যাবেন তিনি। বাংলা ছাড়ার ছাড়পত্র তাঁকে দেওয়া হয় কি না, সেটাই দেখার।

Avatar

Koushik Dutta

X