কে কে,তামারা,বিনোদন,বলিউড,সঙ্গীত শিল্পী,পিতৃ দিবস,KK,Tamara,Bollywood,Entertainment,Music,Father's Day

Moumita

‘এক মুহূর্ত তোমায় ফিরে পেতে, ১০০ বার তোমাকে হারানোর কষ্ট সইতেও আমি রাজি’ পিতৃ দিবসে আবেগঘন বার্তা ‘কেকে’ কন্যার

গতকাল ১৯ জুন ছিলো ‘ফাদার্স ডে’ অর্থাৎ বাবাদের জন্য বরাদ্দ একটা দিন। সেই দিন যখন সারা দুনিয়া নিজের বাবাদের নিয়ে মাতোয়ারা তখন ঘরের কোনে মন ভার করে বসে আছে সদ্য পিতৃহারা মেয়েটি। এই তো কয়দিন আগেও বাবার সাথে খুনসুটি, মজা, হুল্লোড়ে দিন কাটছিলো, হঠাৎ করেই যেন পালটে গেলো সবকিছু। কিংবদন্তি গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে ‘কে কে’এর আকস্মিক মৃত্যু যেন নাড়িয়ে দিয়েছে কন্যা তামারাকে।

   

কিন্তু মন খারাপ করে বসে থাকলে উপর থেকে বাবাও মন খারাপ করবে যে, তাই বাবার স্মৃতি বুকে জড়িয়ে খোলা চিঠির মাধ্যমে আবেগে ভাসলেন তামারা। বিশেষ দিনটিতে বিশেষ মানুষটি নেই তো কী হয়েছে, তার স্মৃতি তো আজও অমলিন। আর তাই নেট মাধ্যমে কেকে-কে ঘিরে দুই ভাইবোনের অনাবিল ছোটবেলার ছবি ভাগ করে নিয়েছেন তামারা। ছবিতে দেখা যাচ্ছে কোথাও বা বাবার কাঁধে চেপে, কোথাও বা বাবার কোলে চেপে মস্তি করছে দুই ভাইবোন।

কে কে,তামারা,বিনোদন,বলিউড,সঙ্গীত শিল্পী,পিতৃ দিবস,KK,Tamara,Bollywood,Entertainment,Music,Father's Day

প্রসঙ্গত, গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসে অসুস্থ হয়ে পড়েন ‘কে কে’। হোটেলে পৌঁছেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি হাসাপাতাল নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি আর। আর ফেরানো যায়নি জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীকে, মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হঠাৎ আশা এই বিপর্যয় আজও মেনে নিতে পারছেনা তাঁর পরিবার তথা পুরো দেশ।

পিতৃ দিবসের দিন যেখানে বিশ্বজুড়ে সবাই নিজের বাবার কোলে আশ্রয় নিয়েছে সেখানে তামারার কাছে আর সেই সুযোগ তো নেই। তাই লেখার অক্ষরেই বাবাকে আঁকড়ে ধরতে চাইলেন তিনি। প্রয়াত বাবার উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়ে লিখলেন, ‘এক মুহূর্ত তোমায় ফিরে পেতে, ১০০ বার তোমাকে হারানোর কষ্ট সইতেও আমি রাজি।’