বিনোদন,টলিউড,টলিউড গসিপ,প্রসেনজিৎ চ্যাটার্জি,তাপস পাল,Entertainment,Tollywood,Tollywood Gossip,Prasenjit Chatterjee,Tapas Paul

Papiya Paul

‘সেইসময় সবথেকে ভাল অভিনেতা ছিল তাপস’, ছবির প্রচারে এসে পুরোনো বন্ধুর স্মৃতিচারণায় প্রসেনজিৎ চ্যাটার্জি

বাংলা অভিনয় জগতের জনপ্রিয় অভিনেতা হলেন প্রসেনজিৎ চ্যাটার্জী(Prasenjit Chatterjee)। তাকে ‘টলিউড ইন্ডাস্ট্রি’ বলে এখন সম্বোধন করা হয়। তবে তিনি যেই সময় অভিনয় শুরু করেছিলেন সেই সময় আরও বেশ কিছু জনপ্রিয় তারকা অভিনয় করতেন যারা দর্শকদের মনে বিরাট জায়গা করেছেন।

   

এমনই তিন তারকা হলেন চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল, অভিষেক চ্যাটার্জী। এই অভিনেতাদের একসঙ্গে বহু সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে। তবে এই চার অভিনেতার মধ্যে দুই অভিনেতা তাপস পাল এবং অভিষেক চ্যাটার্জী আমাদেরকে ছেড়ে পরলোকগমন করেছেন। যদিও এখন চিরঞ্জিতকে অত বেশি সিনেমায় অভিনয় দেখা না গেলেও প্রসেনজিৎ চ্যাটার্জী কিন্তু চুটিয়ে কাজ করে চলেছেন।

আগামী ১৭ জুন মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ ও দ্বিতিপ্রিয়া রায় অভিনীত ‘আয় খুকু আয়’ ছবি। আর এই ছবি উপলক্ষে প্রচারের জন্য ভীষণ ব্যস্ত রয়েছেন প্রসেনজিৎ। এদিন ছবির প্রচারের জন্য এসে প্রয়াত অভিনেতা তাপস পাল তথা তার পুরনো বন্ধুর সাথে সম্পর্কের কথা শেয়ার করেছেন তিনি।

নিজের অসাধারণ অভিনয় গুনের দ্বারা দর্শকদের মনে বিরাট জায়গা করে নিয়েছিলেন তাপস পাল। একসময় প্রচুর সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন। তাপস পাল এবং প্রসেনজিৎ চ্যাটার্জীকে একসাথে বহু সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে। তারা দুজনেই দারুণ বন্ধু ছিলেন। এদিন নিজের ছবির প্রচারে চন্দননগরে এসে তাপস পালের বাড়ির কথা তুলে ধরেছেন প্রসেনজিৎ।

বুম্বাদা বলেছেন যে তার প্রিয় বন্ধু আর নেই, তবে তার বাড়ি রয়ে গেছে। সেই বাড়ির কাছেই তিনি যখন ছবির প্রচারের জন্য এসেছিলেন তখন তাপস পালের বাড়ির সামনে পুরনো দিনের কথা মনে পড়ে গিয়েছে। সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে সেই সময় আউটডোর শুটিং থাকলেও একাধিক আলাদা আলাদা গাড়ি পাওয়া যেত না। তাই যখন একসাথে কাজ হতো তাপস পালকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতেন প্রসেনজিৎ।

এরপর আবার বাড়ি ফিরে তাপস পালের বাড়িতে খাওয়া-দাওয়ার সম্পূর্ণ হত। শুটিংয়ের কাজে বাইরে গেলে প্রসেনজিতের পাশাপাশি তাপস পালের জন্য খাবার রেখে দিতেন তার মা। তাকে ‘বড় ছেলে’ বলেই সম্বোধন করতেন বলে জানিয়েছেন প্রসেনজিৎ। সেই সময়ে তাপস পালকে সবচেয়ে ভালো অভিনেতা হিসেবে জানিয়েছেন বুম্বা দা।