Tata Group Chroma Portable Ac for Cooling in Summer

Partha

বেডরুম থেকে রান্নাঘর আপনার সাথেই ঘুরবে এসি! গ্রাহকদের জন্য দুর্দান্ত AC আনল TATA

নিউজশর্ট ডেস্কঃ জুন মাস পড়ে গেলেও গরম থেকে নিস্তার নেই। কোথাও ৪০ তো কোথাও ৫০ ছাড়াচ্ছে, দিন দিন তাপমাত্রা অসহনীয় হয়ে উঠছে। এমতাবস্থায় ভরসা এয়ার কন্ডিশনার (AC)। কিন্তু সেটা নিয়ে তো আবার সর্বত্র যাওয়া সম্ভব নয়! কারণ এসি সাধারণত দেওয়ালে ফিট করে দেওয়া হয়। চিন্তা নেই! এবার সেই ধারণাও বদলাতে চলেছে। কারণ এখন থেকে আপনার সাথেই নিয়ে ঘুরে বেড়াতে পারবেন এসি।

   

বেশিরভাগ বাড়িতেই একটামাত্র এসি কেনা হয়। যার ফলে গরম করলে সবাইকে একটা ঘরে চলে আসতে হয়। কোনো কারণে ঘর বদল করতে হলে এসি ছাড়া থাকতে হয়। তবে এবার গ্রাহকদের কথা মাথায় রেখে পোর্টেবল এসি (Portable AC) নিয়ে হাজির টাটা গ্রূপ। হ্যাঁ ঠিকই দেখছেন, আপনার ইচ্ছামত ঘরে, ডাইনিংয়ে বা রান্নাঘরে নিয়ে যাওয়া যাবে এই এসিকে।

নরমাল এসির মত এই এসিকে দেওয়ালে ফিট করতে হয় না। সুতরাং দেওয়াল ফুটো করার ঝামেলাই নেই। তাছাড়া যারা ভাড়াবাড়িতে থাকেন তাদের জন্য এটা সবচেয়ে ভালো। কারণ কোনো কারণে যদি বাড়ি পাল্টাতেও হয় তাহলে ঝামেলা নেই বাকি মালপত্রের মত এটাও নিয়ে চলে যাওয়া যাবে। কিন্তু নরমাল এসির তো ইনডোর আর আউটডোর ইউনিট থাকে। তাহলে পোর্টেবল এসি কিভাবে কাজ করে?

Tata Chroma 1.5 Ton Portable Ac

আরও পড়ুনঃ বাড়িতে বসেই রমরমিয়ে চলবে ব্যবসা! স্বল্প পুঁজির এই কাজ শুরু করলেন মালামাল হবেন গ্যারেন্টি

আসলে এই এসির পিছন থেকে একটি আউটডোর পাইপ বের হয় সেটিকে কোনো জানলার সাথে সেটিং করে নিলেই কাজ শেষ। প্লাগ গুজলেই ঠান্ডা হাওয়া আসা শুরু। এসির কম্প্রেসর চলার ফলে যে গরম হাওয়া তৈরী হয় সেটা বের করার জন্যই এই পাইপ কানেক্ট করে নিতে হয়।

টাটা গ্রূপের এই এসি ক্রোমা থেকে কেনা যাবে। ১.৫ টন ক্ষমতার এই এসির দাম ৪৩,৯৯০ টাকা। তবে অনলাইনে কেনার সময় বিভিন্ন কার্ডের অফার থাকে সেগুলি ব্যবহার করে আরও কিছু টাকা দাম কমে যেতে পারে। তাহলে গরম থেকে বাঁচতে যদি পোর্টেবল এসির খোঁজ করেন তাহলে ইটা কিনে ফেলতেই পারেন।