নিউজশর্ট ডেস্কঃ টেলিকম সংস্থা, গাড়ি, গয়না সহ অন্যান্য ব্যবসায় বিরাট জনপ্রিয়তা লেভার পর এবার UPI পেমেন্টের জগতে এন্ট্রি নিতে চলেছে Tata Group। গত ১ জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI) থেকে এগ্রিগেটর লাইসেন্স পেয়ে গিয়েছে এই নতুন সংস্থা। জানা গিয়েছে এই নতুন অনলাইন পেমেন্ট(Online Payment) প্লাটফর্ম এর নাম হতে চলেছে ‘Tata Pay’।
এটি টাটা ডিজিটালের অংশ। এই ব্র্যান্ডিংয়ের মাধ্যমে অনলাইনে টাটা গ্রুপ ব্যবসা করে। ২০২২ সালে টাটা গ্রুপ তাদের ডিজিটাল পেমেন্ট অ্যাপ্লিকেশন চালু করেছিল। এতদিন পর্যন্ত এই সংস্থা আইসিআইসিআই ব্যাংকের সঙ্গে পার্টনারশিপে ইউপিআই পেমেন্ট করছিল। আর এবার প্রযুক্তিগত উন্নতি ঘটিয়ে ‘টাটা পে’ নাম দিয়ে টাটা গ্রুপের দ্বিতীয় অনলাইন পেমেন্ট ব্যবসা শুরু হতে চলেছে।
এদিকে ভারতের গ্রামীন দিকে পরিচালনার জন্য এই সংস্থাটির কাছে ‘হোয়াইট লেভেল এটিএম লাইসেন্স’ রয়েছে। সেখানে এই কোম্পানির ব্যবসার নাম হলো ইন্ডিক্যাশ। ডিজিটাল পেমেন্ট স্টার্টআপের প্রতিষ্ঠাতা বলেন যে পেমেন্ট অ্যাগ্রিগেটর লাইটের মাধ্যমে, টাটা সহায়ক সংস্থার সঙ্গে সমস্ত ই-কমার্স সম্পর্কিত লেনদেন করতে পারবে এবং তার পাশাপাশিই আবার এটি তহবিল পরিচালনার কাজেও অনেক সাহায্য করবে।
আরও পড়ুন: Airtel: রিচার্জ করুন ফ্রিতে! নতুন বছরে নতুন অফার Airtel-র, চিন্তায় ঘুম উড়ল Jio-র
আরবিআই-এর তরফ থেকে দেওয়া একটি তথ্য অনুযায়ী জানা গিয়েছে টাটা গ্রুপ-এর আগেও প্রিপেড পেমেন্ট ব্যবসায় হাত লাগিয়েছিল। কিন্তু সেই ব্যবসায় সেভাবে সফলতা আসেনি। এরপরে এই সংস্থাটি ২০১৮ সালে লাইসেন্স জমা দেয়। আরেকটা বিষয় দীর্ঘদিন অপেক্ষা করার পর টাটা পে লাইসেন্স পেয়েছে।