বিনোদন,বলিউড,তেলেগু সিনেমা,হিন্দি রিমেক,অর্জুন রেড্ডি,Entertainment,Bollywood,Telegu Cinema,Hindi Remake,Arjun Reddy

Papiya Paul

নিজেদের কোনো প্রতিভা নেই! তেলেগুর এই ৫ টি ছবির রিমেক করেই কোটি কোটি টাকা কামিয়েছে বলিউড

চলচ্চিত্র(Cinema) জগতে এক ভাষার ছবি অন্য ভাষায় রিমেক(Remake) করা একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তামিল, তেলুগু সিনেমা থেকে যেমন বলিউড(Bollywood) সিনেমা তৈরী হচ্ছে। তেমনি বলিউড সিনেমা থেকেও অন্যান্য ভাষাতে সিনেমা তৈরি হচ্ছে। বাংলা ছবিতে ও বিভিন্ন ভাষার রিমেক ছবি তৈরি করা হয়। আজকের এই প্রতিবেদনে তেলেগু সিনেমা থেকে বলিউডে হয়েছে এমন পাঁচটি উল্লেখযোগ্য সিনেমার সম্পর্কে আলোচনা করবো।

   

১) পকিরি (তেলুগু) – ওয়ান্টেড (হিন্দি)-
২০০৬ সালে মুক্তি পেয়েছিল মহেশ বাবু অভিনীত ‘পকিরি’সিনেমা। এই ছবিতে মহেশ বাবু ছাড়াও ছিলেন ইলিয়ানা ডি ক্রুজ এবং প্রকাশ রাজ। এই সুপারহিট সিনেমাটি হিন্দিতে হয়েছিল ‘ওয়ান্টেড’ নামে। ২০০৯ সালে প্রভুদেবা পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন সালমান খান, আয়েশা টাকিয়া ও প্রকাশ রাজ। এই ছবিটি সালমান খান অভিনীত সুপারহিট সিনেমা হিসেবে পরিচিত।

বিনোদন,বলিউড,তেলেগু সিনেমা,হিন্দি রিমেক,অর্জুন রেড্ডি,Entertainment,Bollywood,Telegu Cinema,Hindi Remake,Arjun Reddy

২) বিক্রমারকুডু (তেলুগু) – রাওডি রাথর (হিন্দি)
এস এস রাজামৌলি পরিচালিত সিনেমা ‘বিক্রমারকুদু’ ২০০৬ সালে মুক্তি পেয়েছিল। এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রবি তেজা, আনুশকা শেঠি, ভিনিত কুমার। এরপরে ২০১২ সালে প্রভুদেবা এই ছবির হিন্দি রিমেক করেন ‘রাওডি রাঠোর’ নামে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহা। বক্সঅফিসে সুপারহিট সিনেমার তালিকায় নাম রয়েছে এই ছবির। প্রসঙ্গত, এই ছবির বাংলা রিমেক ও পরবর্তীকালে করা হয়েছে।

৩) রেডি (তেলুগু) – রেডি (হিন্দি)
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু সিনেমা ‘রেডি’ হিন্দিতে রিমেক করা হয়েছিল ওই একই নামে। হিন্দি ‘রেডি’ ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন আনিজ বাজমি। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন সালমান খান এবং অসিন। এই সিনেমাটি বক্স অফিসে একশো কোটির ওপরে আয় করেছে।

বিনোদন,বলিউড,তেলেগু সিনেমা,হিন্দি রিমেক,অর্জুন রেড্ডি,Entertainment,Bollywood,Telegu Cinema,Hindi Remake,Arjun Reddy

৪) টেম্পার (তেলুগু) – সিম্বা (হিন্দি)
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু সিনেমা ‘টেম্পার’। এই ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর এবং কাজল আগারওয়াল। পরবর্তীকালে ২০১৮ সালে রোহিত শেট্টি এই ছবির হিন্দি রিমেক করেন ‘সিম্বা’ নামে। এই ছবিতে সিম্বা চরিত্রে অভিনয় করেন রণবীর সিং এবং তার বিপরীতে ছিলেন সারা আলি খান।

বিনোদন,বলিউড,তেলেগু সিনেমা,হিন্দি রিমেক,অর্জুন রেড্ডি,Entertainment,Bollywood,Telegu Cinema,Hindi Remake,Arjun Reddy

৫) অর্জুন রেড্ডি (তেলুগু) – কবির সিং (হিন্দি)
তেলুগু জনপ্রিয় সিনেমা ‘অর্জুন রেড্ডি’ হিন্দিতে রিমেক করা হয়েছিল ‘কবীর সিং’ নামে। এই ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন সন্দ্বীপ রেড্ডি। এখানে কবীর সিং এর ভূমিকায় অভিনয় করেন শাহিদ কাপুর। শাহিদ কাপুরের বিপরীতে ছিলেন কিয়ারা আদভানি।