চন্দ্রপ্রকাশ দ্বিবেদী (Chandraprakash Dwivedi) পরিচালিত ও অক্ষয় কুমার (Akshay Kumar), মানুষী চিল্লার (Manushi Chhillar) অভিনীত ‘সম্রাট পৃথ্বীরাজ’ (Samrat Prithviraj) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৩ জুন। মুক্তির পর থেকে ছবিটির যা বক্স অফিস ফলাফল তা দেখে রীতিমত সমালোচনার মধ্যে পড়তে হচ্ছে অক্ষয় কুমারকে। যেখানে দক্ষিণী ছবিগুলি ৩০০-১০০০ কোটির ব্যাবসা করছে সেখানে পৃথ্বীরাজের মতো বিগ বাজেটের ছবির বক্স অফিস কালেকশন দেখে রীতিমত হতাশ বলিউডপ্রেমীরা।
বিগত বেশ কিছুদিন ধরে একের পর এক দক্ষিণী ছবির সাফল্য চ্যালেঞ্জ জানাচ্ছে দর্শকদের মধ্যে বলিউডের গ্রহণযোগ্যতাকে নিয়ে। প্রশ্ন উঠছে বলিউড পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের উপর। সম্প্রতি অক্ষয় অভিনীত ‘পৃথ্বীরাজ’ একটু আশার আলো দেখিয়েছিলো নির্মাতাদের, কিন্তু বিধিবাম, আশানুরূপ ফল তো হয়ইনি উল্টে রীতিমত ফ্লপের তালিকায় নাম লেখাতে চলেছে ছবিটি।
প্রসঙ্গত, খিলাড়ি কুমারের এই ছবিটি ২৫০ কোটি টাকার বাজেটি নির্মান হয়েছিলো। অক্ষয় ছাড়াও সোনু সুদ, সাক্ষী তনওয়ার, আশুতোষ রানার মতো সুপারস্টার দের একজোট করা হয়েছিলো ছবিতে। এছাড়াও ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন নবাগতা মানুষী চিল্লার। পর্দায় পৃথ্বীরাজ চৌহনের বীরগাথা ফুটিয়ে তুলেছেন অক্ষয় কুমার। কিন্তু সমস্ত প্রত্যাশাই যেন মুখ থুবড়ে পড়লো।
মুক্তির প্রথম তিন দিনে মাত্র ৪০ কোটির কালেকশন করতে পেরেছে ইতিহাস সমৃদ্ধ এই ছবিটি। সাম্প্রতিক কালের মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবিগুলির সাথে তুলনা করলে অনেকটাই পিছিয়ে রয়েছে অক্ষয়-মানুষীর পৃথ্বীরাজ। যেখানে দক্ষিণী ছবি প্রথম দুই থেকে তিন দিনেই ১০০ কোটির মাইলফলক পার করে গেছে সেখানে ৫০ কোটির গন্ডিও ছুঁতে পারেনি ছবিটি। মুক্তির প্রথমদিন মাত্র ১০.৭ কোটি টাকার ব্যাবসা করতে সক্ষম হয়েছে ছবিটি। শুধু তাই নয় প্রথম সপ্তাহের ব্যবসার নজির দেখে ছবিটিকে রীতিমত বাতিলের খাতায় ফেলে দিয়েছে সিনেমা ক্রিটিক রা।
অপরদিকে সম্প্রতি রিলিজ হয়েছে কার্তিক-কিয়ারা অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ যা অক্ষয় অভিনীত ‘ভুল-ভুলাইয়া’এরই সিক্যুয়েল। ইতিমধ্যেই বক্স অফিসে নজরকাড়া সাফল্যের মুখ দেখেছে ছবিটি। মুক্তির প্রথম সপ্তাহেই ৯২ কোটির কালেকশন করেছে ‘ভুলভুলাইয়া ২’ এবং ৯ দিনের মাথায় ১০০ কোটির গন্ডি পেরিয়ে দৌড় লাগিয়েছিলো ছবিটি। এখনও পর্যন্ত ছবিটির মোট কালেকশন ১৫৪.৬১ কোটি টাকা। সেখানে পৃথ্বীরাজের মতো একটা ইতিহাস সমৃদ্ধ বিগ বাজেটের ছবি এভাবে মুখ থুবড়ে পড়ায় রীতিমত ট্রোলের শিকার হতে হয়েছে হয়েছে অক্ষয় সহ ছবির নির্মাতাদের। যদিও সিনেমার রিলিজের আগেও একপ্রকার বিতর্কের সৃষ্টি হয়েছিল, কিন্তু সেইসব বাধা পেরিয়ে বক্স অফিসে এখনো সাফল্যের মুখ দেখেনি ছবিটি। সব মিলিয়ে বলাই যায় যে, কাহিনী বিন্যাসের মধ্য দিয়ে দর্শকদের নজর আটকে রাখতে সক্ষম হয়নি সিনেমাটি।